.........
একদিন শেয়াল
জঙ্গলে গিয়ে রাস্তা ভুলে গেল
হঠাত শেয়াল
দেখলো একটি বাঘ তার
দিকে হন হন করে আসতেছে।
শেয়াল এর তো হালোয়া রুটি টাইট
হয়ে গেলো।
শেয়াল তো শেয়াল ই।
একটু
বুদ্ধি খাটিয়ে পড়ে থাকা কিছু
শুকনো হাড্ডী নিয়ে বাঘের দিখে পিঠ করে চুসতে লাগলো।
আর জোরে জোরে বলতে লাগলো।
উহ!!! বাঘের মাংস
খেতে যে কি মজা?
মনে হচ্ছে হাড্ডি সহ
খেয়ে ফেলি। আরেকটা বাঘ খেতে পেলে ভালো হতো।
বাঘ সুনে ভয় পেয়ে গেলো। আর
ভাবলো এ তো বাঘ
শিকারি শেয়াল?বাঘ তখন
নিজের জান
নিয়ে পালাতে লাগলো। এসব কাহিনি আবার গাছের
ডালে বসে বানর দেখতেছিলো।
বানর ভাবলো এটাই সুযোগ
বাঘের সাথে বন্ধুত্ব করার।
তাই বানর গিয়ে বাঘকে সব
খুলে বলল। বাঘতো সুনে বিশাল
রেগে গেলো। বানর কে বলল।
চল আমার সঙ্গে।
আজ শেয়ালের
এক দিন কি আমার একদিন?
বাঘ বানর
কে পিঠে নিয়ে শেয়ালের দিকে রউনা হল।
বাঘের পিঠে বানর
কে আসতে দেখে শালা শেয়াল
কি করলো জানেন?
আবার বাঘের দিকে পিঠ
করে শুকনো হাড্ডি চুষতে চুষতে বানরটাকে ১
ঘন্টা আগে পাঠিয়েছি ১
টা বাঘ
কে ভুলিয়ে ভালিয়ে আমার
কাছে নিয়ে আসতে। কিন্তু
শালা বানর এখনও ১টা বাঘ নিয়ে আসতে পারলোনা?
ইস!! আমার তো খুদায় প্রান
যাচ্ছে।
হা হা হা হা হা হা বাঘ!!
ফেবু থেকে!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।