সামু কি ছিল, আর কি হয়ে গেল !
কাল রাতে বের হয়েছিলাম বাইক আর ছোট একখানা ক্যামেরা নিয়ে, শাহবাগের শেরাটন হোটেল থেকে বনানী, গুলশান, র্যাডিসনের সামনে থেকে এয়ারপোর্ট, আর সেখান থেকে মিরপুর স্টেডিয়াম হয়ে ভোর ৪টায় বাসায়।
এই ঘুরাঘুরি আর ছবি তোলা আমার প্রথম ব্লগটা দেখতে পারেন এখানে ।
আজকে নাকি মিরপুরে আরো জাকজমক কিছু হচ্ছে শুনলাম। প্রতিরাতেই তো হচ্ছে, আজ আর নতুন কি হবে, তবে দুপুরে শুনলাম কাকরাইলে নাকি ২২ ট্রাক ভর্তি ২০০-২৫০ সাপোর্টার জার্সি পড়ে হইহই করতে করতে কই যেন গেছে।
ফেসবুকে একজনের স্ট্যাটাস মেসেজ দেখলাম, এই সপ্তাহ যারা ঢাকার বাইরে আছেন তার আসলেই কালারস অফ লাইফ মিস করছেন।
গত পর্বের বাকি কিছু ছবি নিচে।
১। এয়ারপোর্টে -
২। এয়ারপোর্ট থেকে বের হয়েই স্টাম্পির ডিসপ্লে টাইম দেখে মাথা চক্কর দিয়ে উঠল -
৩। আর্মি স্টেডিয়ামের পাশে -
৪।
অ্যাশেজ জেতার পর ইসিবিকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিলাম -
৫। বনানী ওভারব্রিজ -
৬। মহাখালী ফ্লাইওভার -
৭। মিরপুরের নতুন রাস্তায় -
৮। আগারগাও -
৯।
মুন্নি বদনাম গানের সাথে নাচ (!!!!!!!!) -
১০। সাপোর্টারস -
১১। মিরপুর স্টেডিয়ামের মেইন গেট -
১২। তুমুল উৎসব চলছে তখন -
১৩। বাড়ি ফেরার পালা -
১৪।
বোনাস বা বোগাসঃ আগেই লাফ দিয়েন না, এটা এয়ারপোর্টে আরং এর বিলবোর্ড -
আর একটা পোস্ট দিব, তবে একটা রিকোয়েস্ট সবার কাছে।
ফেসবুক বা ইউটিউবে বিউটিফুল বাংলাদেশ - স্কুল অফ লাইফ ভিডিও তো এখন সবার জানা আছেই, এইচডি ভার্সনও পাওয়া যাচ্ছে। তো যারা দেশের বাইরে আছেন বা যথেস্ট বিদেশী বা বাইরের ট্র্যাভেল সাইটের সাথে পরিচয় আছে, প্লিজ প্লিজ ভিডিও টা সবার সাথে শেয়ার করেন।
বাইরেও সবাই দেখুক না আমাদের দেশে কি কি আছে।
শুভরাত্রি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।