আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২৫৯ (প্রিয় বইমেলা আগুনে পুড়ছে)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! আজ ভোরে ঢাকায় এসে মনটা খারাপ হয়ে গেল। গতকাল রাতের আগুনে আমার ছোটবেলায় জন্ম নেওয়া ও বেড়ে উঠা স্বপ্নের বইমেলা পুড়ে গেছে । আমি অনুভব করছি আমার হৃদয়ের একেকটা অংশ পুড়ে যাচ্ছে দারুন সব বইয়ের একেকটা সুন্দর পাতাগুলোর সাথে। আমি প্রচন্ড কষ্ট পাচ্ছি এই পুড়ে যাওয়া মুহূর্তে। আমার লেখা পুড়ছে বইমেলাতে।

আমি কখনো ভাবতে পারি নি আমার লেখাও একদিন পুড়বে। আমি বিস্ময়ে হতভম্ব হয়ে বসে দেখছি আমার পুড়ে যাওয়া লেখাগুলোর ভস্মের উড়াউড়ি। আমি তীব্র ঘৃনা প্রকাশ করছি এই কাপুরুষতা কাজের জন্যে। আশায় আছি আল্লাহ ঠিকই একদিন এই বিপথগামী ইসলাম বিরোধী কার্যকলাপের মানুষগুলোকে দোযাখের আগুনে ভস্ম বানিয়ে ছাড়বেন। আমি আমার এই দৃঢ় বিশ্বাসটুকু উপরওয়ালার হাতে ছেড়ে দিলাম।

২৫ই ফেব্রুয়ারী ,২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৫৯/৩৬৫ (বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।