আমাদের কথা খুঁজে নিন

   

১৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব পাচ্ছেন একুশে পদক

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....।

চলতি বছর ১৩ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে একুশে পদক দেবে সরকার। এর আগে ২০০৯ সালেও ১৩ জন এবং ২০১০ সালে ১৫ জনকে মর্যাদাপূর্ণ এ পদক দেওয়া হয়েছিল। এ বছর ভাষা সংগ্রামের জন্য এ বছর মনোনয়ন পেয়েছেন ভাষা সৈনিক শওকত আলী (মরণোত্তর), মোশারেফ উদ্দিন আহমদ (মরণোত্তর) ও আমানুল হক।

শিল্পকলায় এ বছর পুরস্কার পাচ্ছেন ওস্তাদ আখতার সাদমানী (মরণোত্তর), বাউল করিম শাহ ও জ্যোৎস্না বিশ্বাস। এছাড়া গবেষণায় আবদুল হক চৌধুরী (মরণোত্তর), সাংবাদিকতায় নূরজাহান বেগম পাচ্ছেন এবারের পদক। সমাজসেবায় মর্যাদাপূর্ণ এ পদকের জন্য মনোনীত হয়েছেন- মো. আবুল হাশেম, মো. হারেস উদ্দিন (পলান সরকার) ও মোহাম্মদ দেলোয়ার হোসেন। এর মধ্যে কবি শহীদ কাদরী ও আব্দুল হক দুজনই ভাষা ও সাহিত্যে এ পদকের জন্য মনোনীত হয়েছেন। ২০ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীতদের বা তাদের প্রতিনিধিদের হাতে এ পদক তুলে দেবেন।

পদকপ্রাপ্তরা একটি সম্মাননাপত্র এবং এককালীন নগদ ১ লাখ টাকা এবং তিন ভরি ওজনের একটি স্বর্ণপদক পাবেন। উল্লেখ্য, ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ১৯৭৬ সালে এই পদকের প্রচলন করা হয়। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।