আমাদের কথা খুঁজে নিন

   

খা খা বক্ষিলারে খা......কালনাগেরে খা....ইন্ডিয়ারে খা.....

লিখছি আমি যা মনে চায় । কারো ভালো না লাগলে কি আসে যায়।

খা খা বক্ষিলারে খা, কালনাগেরে খা, ইন্ডিয়ারে খা । বাঙ্গলার টাইগাররা ইন্ডিয়ার খেলোয়ারদের গিলা গিলা খা । ধ্বনি ভাই সাবধান, কিপিংয়ের সময় না আবার তামীমের হাতে কুনি খান ।

মিয়া শেবাগ ভুইলা গেছ কি বেবাগ????? আইছো এইবার বাগে, এবার তোমাকে বাঙলার টাইগাররা খাবে । গৌতম ভাই আগে থেকেই গম্ভির, বাটিংটা হবে তো স্বস্তির??? হরভজন সিং মাথার উপর আলগা সিং । বল করবা ভাইবা, নাইলে তোমার ডান গালে তালি খাইবা । সুরেশ রায়না, বাঙালী তোমাকে মাঠে দেখতে চায় না চায় না । টাইগারদের বলিংয়ে খেলা হবে ভন্ডুল কার???? তার নাম টেন্ডুলকার টেন্ডলকার ।

মিয়া ভাই জুবরাজ, মাঠে আপনের কি কাজ??? ছক্কাবাজির ধান্দা ছাড়েন, বাড়ি গিয়া মশা মারেন । আশিস এইবার নাহয় থাক, আগামী বিশ্বকাপে আসিছ । শ্রীশান্ত তো আগে থেকেই অশান্ত তামীম-সাকিবের ঝড়ো বাটিংয়ে হবেন তো নিঃশান্ত । নামই তার ইউসুফ পাঠান, দেখি টাইগাররা তাকে কোথায় পাঠান???? আসুন সব বাঙালী বলি স্বমস্বরে, আমাদেরই জয় হবে। উড়িয়ে দেব, ঘুরিয়ে দেব, মাঠে ইন্ডিয়ানদের গুড়িয়ে দেব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।