মনে হয় বুনো পাখিদের দেশ থেকে দেশান্তরে যাতায়াত দেখেই তারা পালাবার শিক্ষালাভ হয়েছিল।
কাগজ, মুখোশ, টিশার্ট এইসব তো খেলা দেখর পপুলার এলিমেন্টস। এইসব ব্যবহার করতি পারা যায়। টিশার্টে লাল অক্ষরে লেখা থাকবো শ্লোগান। ক্যাপ পইড়া যাওন যায়।
নয়তো অক্ষর। কাগজে লেখা থাকবো এক একটা বড় অক্ষর। পাশাপাশি বসতি হবে যাগো প্লান আছে সকলের একসাথে। খেলার এক বিশেষ মুহূর্তে কাগজগুলো খুইল্যা প্ল্যাকার্ডেল মতন ধইরা থাকন যায়। পুরাটা মিইল্যা একখান শ্লোগান।
বাংলাদেশ-ভারত খেলায় গ্যালারিতে সীমান্ত হত্যার বিচারের দাবীঅলা প্ল্যাকার্ড নিয়া হাজির হইতাছেন কে কে? আসেন নাম লেখাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।