আমাদের কথা খুঁজে নিন

   

একই জায়গা থেকে এরকম পরষ্পর বিরোধী সিদ্ধান্ত দেশ ও জনগনের জন্য সত্যিই ক্ষতিকর



আজ আর কিছুক্ষণের মধ্যে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্ব বৃহৎ আয়োজন বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সারা বিশ্ব থেকে আগত হাজার হাজার ক্রিকেট খেলোয়াড়, অনুরাগী ও ভক্তবৃন্দ। বর্ণিল সাজে সেজেছে তিলোত্তমা ঢাকা মহানগরী। উদ্বোধনী অনুষ্ঠানটি সুন্দরভাবে ও সফলতার সাথে সম্পন্ন করার জন্য বিভিন্ন কর্মসুচী সরকার কর্তৃক নেয়া হয়েছে। যার অন্যতম হলো আধাবেলা ছুটি অর্থাৎ বেলা ২টা পর্যন্ত সকল অফিস আদালত ব্যাংক বীমা খোলা থাকবে।

কিন্তু সরকার পাশাপাশি আরও একটি ঘোষনা দিয়েছেন তা হলো দুপুর বারটার পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আশেপাশে রাস্তাগুলোতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই যে দুটি সরকারী সিদ্ধান্ত পরষ্পর বিরোধী হয়ে গেল না ? মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম, জিপিও, বঙ্গবন্ধু এভিনিউ এসবই হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আশেপাশের এলাকা আর ঢাকা মহানগরীর অধিকাংশ ব্যাংক বীমা এ এলাকাগুলোতেই অবস্থিত। সুতরাং হাজার হাজার কর্মকর্তা কর্মচারীর বেলা ২টা পর্যন্ত অফিস করে যখন বাসায় ফেরার উদ্দ্যেশে বের হবেন তখন দেখবেন যে তাদের ব্যবহৃত রাস্তাঘাট গুলো যান বাহন শূণ্য। শুধু তাই নয় গতকাল এক সাংবাদিক সম্মেলনে ডি এম পি কমিশনার বেনজীর আহমাদ বলেছেন টিকিট ছাড়া স্টেডিয়ামের আশেপাশে কাউকে চলাচল করতে দেয়া হবে না। তাহলে এসব লোক যাবে কোথায় ? বাসায় ফিরবে বা কি করে ? জনগনের স্বার্থে জনগনের সরকার কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের দেশের বিভিন্ন কার্যক্রমে মনে হয় যেন সরকার জনগনের ব্যাপারে যথেষ্ট উদাসীন।

তা না হলে একই জায়গা থেকে এরকম পরষ্পর বিরোধী সিদ্ধান্ত দেশ ও জনগনের জন্য সত্যিই ক্ষতিকর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।