আমাদের কথা খুঁজে নিন

   

চরম বিনুদুনঃ খুন-ডাকাতিতে আতঙ্কিত রাজধানীবাসী আর আইজিপি বলছেন,

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন।
সারা দেশ সহ রাজধানীতে বাড়ছে খুন, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ। পেশাদার অপরাধীরা একের পর এক ঘটনা ঘটিয়েই যাচ্ছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে বলে অনেকে মনে করছেন।

তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-পুলিশ কাজ করে যাচ্ছে। গত সোমবার বিকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত রাজধানীর গুলশান, হাজারীবাগ, কোতয়ালী, কদমতলী, রমনা ও রামপুরা এলাকায় ৬ জন খুন হয়েছে। এছাড়া গত এক মাসে রাজধানীতে অন্তত ১৮টি খুন হয়েছে এবং ২০ জন গুলিবিদ্ধ হয়েছে। জানা যায়, সোমবার গভীর রাতে গুলশানে শর্পাস ওয়াল্ডের সামনে যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন খান মিল্কিকে গুলি করে হত্যার ঘটনা রাজধানীসহ সারাদেশে ব্যাপক আলোচিত হচ্ছে। মার্কেটের সিসিটিভির ধারণ করা এ দৃশ্য মুহূর্তেই চলে যায় টেলিভিশনে।

যা দেখার পর আঁতকে ওঠেন সাধারণ মানুষ। রমজানের শুরু থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকার ঘোষণা দিলেও মাথাচাড়া দিয়ে উঠছে চিহ্নিত পেশাদার সন্ত্রাসীরা। ঠেকানো যাচ্ছে না খুন, ডাকাতি ও দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা। একের পর এক খুন, ডাকাতি, ছিনতাইয়ের খবরে রাজধানীজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। শুধুমাত্র গত সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ ৬ জন খুন এবং সন্ত্রাসীদের গুলিতে এক মহিলাসহ দুজন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় হাজারীবাগে বিএনপি নেতা জসিম উদ্দিনকে গুলি করে হত্যা, মঙ্গলবার বিকালে কোতয়ালী নলগোলা এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী নওশাদকে গুলি করে হত্যা। একই দিন সন্ধ্যায় কদমতলী এলাকায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় আবু সাহেল শাহীন নামে এক ব্যক্তিকে। রমনা লেক থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ ও রামপুরায় হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এছাড়া লালবাগে নির্মাণাধীন ভবনের ম্যানেজার ইকবাল ও মিরপুরে গৃহবধূ মাহমুদাকে গুলি করে সন্ত্রাসীরা। এছাড়া গুলিস্তানে লিটন নামের এক ব্যক্তিকে কুপিয়ে ৪০ হাজার টাকা ছিনতাই করা হয় এবং ওয়ারিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

দারুস সালামে শিশু ধর্ষণের ঘটনা ঘটে। সুত্রঃ Click This Link আর আইজিপি বলছেনঃ "আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি" পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার দাবি করে বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। রাজধানীসহ সারাদেশে গত কয়েক দিন ধরে যেসব ঘটনা ঘটেছে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। গতকাল দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন। আইজি বলেন, রমজানে রাজধানীসহ সারাদেশে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা।

পুলিশ খুনের বিষয়টি তদন্ত করছে। এতে আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি। গত সোমবার রাতে র্যাবের ক্রসফায়ারে যুবলীগ নেতা তারেক নিহতের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘সেখানে একটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়টি র্যাবের একান্ত ব্যাপার। পুলিশ এ নিয়ে কোনো মন্তব্য করবে না।

সেটি বিচারবহির্ভূত কি-না প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি। তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চৌকি ও টহল বাড়ানো হয়েছে। কোনো নাগরিক যদি তার নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য পেতে চান, তাহলে সংশ্লিষ্ট থানা ও পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য আহ্বান জানান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্রঃ Click This Link চরম সরকারী দফাদার!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।