আমাদের কথা খুঁজে নিন

   

আলো আলো বেশী আলো শব্দে শব্দে মন মাতালো !! অলিম্পিক অলিম্পিক ব্যাটারী মিতা নূরের সেই ক্লাসিক অ্যাড । মনে আছে তো সবার ??

মন বসে না পড়ার টেবিলে

(ব্যাকগ্রাউন্ডে মিউজিক) আলো আলো ... (ডিরেক্টর) কাআআট !! আমি আগেই বলেছি উজ্জ্বল আলো চাই; চাই জোরালো শব্দ । (মিতা নূর) তাহলে অলিম্পিক (ডিরেক্টর) হ্যা । ব্যাটারীর রাজা তো ওটাই !! (ব্যাকগ্রাউন্ডে মিউজিক) আলো আলো বেশী আলো শব্দে শব্দে মন মাতালো অলিম্পিক অলিম্পিক ব্যাটারী । (ব্যাকগ্রাউন্ডে কন্ঠস্বর) শক্তি সীমাহীন চলে দিনের পর দিন অলিম্পিক ব্যাটারী এই রকম ক্লাসিক একটা অ্যাড নিয়ে বেশী কথা না বাড়াই । যারা অনেকদিন এই জিনিস দেখেন নাই তারা দেখে চোখ জুড়ান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।