আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে মিলাদুন্নবী মানে কি মাঝরাতে মাইকে চিৎকার করা?

লড়াইটা চালাতে চাই.....আমৃত্যু....সকল অশুভ দূর করতে

নবী মোহম্মদ (সা.) এদিন জন্মেছিলেন, নিঃসন্দেহে এই দিনের তাৎপর্য অনেক। গাম্ভীর্য রয়েছে এই দিনের যতেষ্ট্। কিন্তু এর জন্য আমাকে বিছানা থেকে উঠতে হলো কেন? কারণ ঘুমাতে পারছিনা। প্রচণ্ড ব্যামরানে চলছে মাইকে (অনেকেই হয়তো মাইন্ড করবেন কিন্তু মাফ করবেন)। ভয়ঙ্কর চিৎকার ও কান্নার ভাব এনে তোলপাড় হয়ে যাচ্ছে পুরো এলাকা।

কারণ ঈদে মিলাদুন্নবী। এর মধ্যে আবার খালেদা হাসিনার বয়ানও চলছে!!!! আরে দিলের জমিনে আল্লার নাম প্রতিষ্ঠা করেন, আল্লার জমিনে নয়। আমার বাসায় আমার বাবা অসুস্থ্য। তিনি সাতমাস আগে স্ট্রোক করেছেন। মার বয়স হয়েছে।

আমার কাল ছয়টায় উঠতে হবে। অফিসের কাজ। বোঝেন অবস্থা...এদিকে চলছে...রাত একটা বেজে কুড়ি....মাইকে সেইরকম চিৎকার ও চেচামেচি....এভাবে চিৎকার করে কি ধর্ম শোনানো যায়? সভ্য দেশে হলে কখন যে এদের জেলে পুরতো!!! ঠিকাছে বাপ ধর্ম কর। কে মানা করছে...সেই দুপুর থেকে শুরু। রাত ১০টা পর্যন্ত ওয়াজ মাহফিল কর...কে মানা করবে? রাত ১১টা? কিন্তু এখন প্রায় দেড়টা!!!! এই ব্যাটা আবার বিজ্ঞাপন দিচ্ছে নিজের বইয়ের।

সে নবীর জীবনী লিখেছে...বাংলায়...মাত্র ১০০টাকা...বোঝেন অবস্থা রাত দেড়টায় মাইকিং করে জানান দিচ্ছে এই বই কোথায় কোথায় পাওয়া যায়...এখানে কি কি আছে!!! আল্লাহ এই যন্ত্রণার হাত থেকে আমাদের রক্ষা করো!!! এটা কোন ধরনের ধর্ম পালন??? আবার বলছে আপনারা একশো করে টাকা দিয়ে দিয়েন...কি অবস্থা!!!! রাগে দুক্ষে এই ব্লগ লিখতে বসলাম। যদি শেয়ার করে রাগটা কমে সেই আশায়। যারা ধর্মপ্রাণ আছেন প্লিজ রাগ করবেন না। আর যদি কষ্ট দিয়ে থাকি মাফ করবেন!!! মাঝরাতে এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। আল্লাহ এদের সুবুদ্ধি দাও।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।