আমাদের কথা খুঁজে নিন

   

ওহে দেশদ্রোহী শেয়ার বাজারীগণ

"I may disagree of what you say, but I will defend to the death - your right to say it." – Voltaire

শেয়ার বাজার থেকে মাত্র ৭৫০০ কোটি টাকা গায়েব হয়েছে। এতে এত বিচলিত হবার কি আছে? দেশে বুঝি আর কখনও এমন করে হরি লুট হয় নি? তাতে কি ভাংচুর করতে হবে? এতকাল না খেয়ে থাকা মানুষগুলো তোমাদের দেশের মানুষকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার পবিত্র দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে। বুঝতেই পারছ কাজটা সামান্য নয় মোটেও। বিরাট খরচান্ত ব্যপার। আর যাই হোক পরবর্তী নির্বাচনের আগে পকেটও চাঙ্গা করতে হবে।

এদিকে দলের চ্যাংরাদের চাঁদাবাজি,টেন্ডারবাজী ও বন্ধ করা যাচ্ছে না। অগত্যা কি আর করা। একটা ধ্বস নাহয় নামল আর কি। এখন দেখ মজা। ১০ টাকার চাউল পাওয়া না গেলেও এখন সব শেয়ারের দাম ফূটা কনডমের থেকেও কম।

কয়েকটা ব্রোকার হাউস ও বন্ধ। এখন দলে দলে আমাদের লোকজন শেয়ার বাজারে ঢুকবে। নাইলে আকাম কুকাম কইরা কামানো টাকা ব্যাংকে রাখতে হবে,ধরা খাওনের কাম নাই। যাই হোক, আমাদের লোক ঢুকার পর খেলা আরো জমবে, ইলেকশনের আগে শেয়ার বেচেই খরচ তুলে নেওয়া যাবে... তাই, ওহে মূর্খ দেশদ্রোহী শেয়ার বাজারীরা, তোমরা বিচলিত হইয়ো না......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।