আমাদের কথা খুঁজে নিন

   

বই কেনা আর হলোনা।



গত বছর বই কিনতে পারিনাই। বাড়ি থেকে ফিরেছিলাম অনেক দিন পর। পকেটে জাস্ট চলার মতো টাকা। এ অবস্থায় পাংসু মুখ নিয়ে তিন তিন বার বইমেলা ঘুরে ঘুরে খালি হাতে ফিরে আসতে হইসিলো। ভাগ্যিস এক বন্ধু একটা বই কিনে উপহার দিসিলো, মন রক্ষা পেয়েছিল।

গতবার তাই ভেবে রাখসিলাম এবারকার বইমেলার জন্য আগ থেকেই একটা টেমপোরারী একাউন্ট খুলে বসবো। শুরুও করসিলাম। কিন্তু আমার মতো অগোছালো মানুষের বাক্স পেটরার মধ্যে একটা সাধের একাউন্ট টেকার সম্ভাবনা নিছক। স্বভাবতই এটা ওটার কারণে সেই টেম্পোরারী একাউন্ট অতিরিক্ত টেম্পো নিয়ে হারিয়ে গেল। এবার ফেব্রুয়ারী মাসটার প্রথম দিকটা আমার জন্য ঝড়ের মত গেল ।

ছাত্র জীবনের শেষ পরীক্ষা গুলো দিতে দিতে অবস্থা কাহিল, ঘাড় ফেরানোর সুযোগ হয়নি। শুধু উড়ো খবর পাচ্ছিলাম, বইমেলায় স্টল এত্তগুলা হইসে। এত্ত এত্ত বই এসছে। কিন্তু আবার সেই অর্থ কষ্ট। কাল বাড়ি চলে যাচ্ছি ।

যাবার টাকাটাও ধার করে নিচ্ছি। বই কেনা আর হলোনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।