আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার বন্ধু এবং সহ ব্লগার দুষ্টু বাপ্পির জন্মদিন

ব্লগে আসার বা থাকার কোন কারন খুজে পাই না,তবু পুরনো টানে বার বার আসি সামুতে

পরিচয়টা পড়াশোনা কেন্দ্র করেই। ১-১(প্রথম বর্ষ প্রথম টার্ম)এ সিভিলের ছাত্র হিসেবে প্রথমেই ড্রইং করতে হত। আমি আগেই ড্রইং শেষ করার কারণে একদিন আমার কাছ থেকে শিট নেয়ার জন্য আমার মেস এ গিয়েছিল। পরিচয়য়,কথাবাত্রা,সুখ দুঃখ শেয়ার করা। ধীরে ধীরে অনেক ভাল বন্ধু হয়ে উঠা।

এত কিছুর পর মনে হয় টেবিল টেনিস খেলা আমাদের বন্ধুত্তের ক্ষেত্রে সহায়ক ভূমিকায় ছিল। আমার টেবিল টেনিস পার্টনার। সফল পার্টনার। প্রথম বছর খেলা শিখছি। দ্বিতীয় ও তৃতীয় বছর আমরা চ্যাম্পিয়ন।

চতুর্থ বছর ফাইনালে উঠে ওয়াক ওভার দিয়ে দিছলাম(প্রত্যেক বছর রানার্স আপ হয় আমাদের অপর দুই বন্ধু তাই এবার তাদের চ্যাম্পিয়ন বানাইয়া দিছি)। অসম্ভব ফানি একটা ছেলে। আপনার মন খারাপ,বাপ্পি সাথে দশ মিনিট থাকলে নিশ্চিত মন ভাল হয়ে যাবে। খুব ছোট খাট বিষয় কে এত সহজে হাসির বিষয় পরিণত করে যে বলার মত না। সেই সাথে ওর আছে উচ্চশব্দের ট্রেড মার্ক হাসি।

যা শুনলে আপনিও হেসে ফেলবেন। সহব্লগার হিসেবে বলব ওর প্রতিটি পোস্ট ওর জীবনের ছোট খার ঘটনা কেন্দ্র করে। যা সে নিজের কথায় হাসির লেখা হিসেবে ফুটিয়ে তুলেছে। সব ফানি পোস্ট। শেষ একটা পোস্ট ওর সিরিয়াস পোস্ট।

অবশ্য ও বলেছে আর কখনো সিরিয়াস পোস্ট দিবে না। জন্মদিনে ছোট কেক দিলাম। বেশি দিলাম না। আপনারা যা খুশি দিতে পারেন ওকে। কারণ আজ আমি ওর কাছ থেকে খাবো।

আমার পক্ষ থেকে বাপ্পি জন্য শুভকামনা। বাপ্পি(কালো সার্ট) সাথে আমার ছবি। আশা রাখি আমাদের বন্ধুত্ব আজীবন অটুট থাকবে। দুষ্ট বাপ্পি এখন ভার্সিটি লাইফের শেষ দিকে এসে মনে হয়,তোর মত কিছু ভাল বন্ধু পেয়েছি বলেই হয়ত ভার্সিটি লাইফ,হল লাইফ খুব মিস করবো এক সময়।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।