আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক রমনীর চেনা শরীরে



দুচোখ জুড়ে ভীরুতার হীমশীতল ভাষা, সূর্যালোয়ে দিন স্নাত, সান্ন্যিধ্যতার অপূর্ণতায় আমার স্থির সায়ান্হ, শিশির ধোয়া প্রভাতে উদাসী স্বপ্নের পথচলা। সহসা তীর ঘেষা জল,বলে যায় যৌবন কতকাল, মায়াবী এ জল মন্ত্র,টেনে নিয়ে যায়,অপ্রতিরোধ্য- অবগাহন পৃথিবীর কোন এক রমনীর চেনা শরীরে। ওষ্ঠ থেকে আধার প্রকোষ্টে এ সময়ের যাত্রা, রাত্রি থেকে সকালের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।