২১ ফেব্রুয়ারি
খোঁচা ভাই
আমাদের দেশটা স্বাধীন হলো
পৃথিবীর বুকে এক নাম পেল
নাম তার মায়াময় বাংলাদেশ
ভালবেসে তারে গড়ে তুলি চলো
স্বাধীন দেশ হলো ১৯৭১ সালে
আজো সেই বাতাস যেন লাগেনি তার পালে
যেন বংশবিস্তারেই মগ্ন ছিল সারা বাংলাদেশ
আজো তার ক্রান্তি লগ্ন হয়নিকো শেষ
ভাষার জন্য যারা দিয়েছিল প্রাণ
ভাষার জন্য যারা গেয়েছিল গান
আজ তারা বহু দূরে
ভুলে গেছি তাদের দান
ভিনদেশীদের ভাষার তরে
কেঁদে ওঠে প্রাণ
নাটকগুলোও ভিনদেশীদের
তবুও যেন তা আমাদেরই প্রাণ
এভাবেই হয়তো একদিন হারিয়ে যাবে
কষ্টে অর্জিত বাংলা ভাষা
ভিনদেশীদের ভাষাই যেন
হবে সকল আশা।
ও ভাষায় কথা বলতে পারলে
অনেক গর্ব করি
নিজের ভাষায় বললে কথা
ডুবে লজ্জায় তরী
গাও গ্রামেও তাদের ছোঁয়া
তারে তারে গেল
এবার বুঝি রক্ষে নেই
হারাই বুঝি সকল পুঁজি
হায়রে মাতৃভাষা
তোর কারণেই প্রাণ বিষর্জন
তোরই জন্য আন্দোলন
এবার বুঝি হারাবে সকল আশা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।