ট্রেনের নিচে গলাকাটা লাশটা আমার'ই হয়ত, ডাস্টবিনের গন্ধে তুস্টি খুজেছিলাম, পাইনি।
ময়ূর ও ময়ূরী - ০২
এ কৃষকের ঘরে নবান্ন হয়ে
তুমি বধু বেশে,
এসো অর্ধবছর পর
কোলে তুলে নিব ঘরে, তুমি বধু বেশে
আমি কৃষক তোমার।
আশ্বিনের ঝড়ে ভেঙ্গেছিলে তুমি
ভেঙ্গেছে তোমার শাখা,
ভয় নেই নবান্নে ভাসি
বন্ধ্যা ভূমিতে ফলাই ফসল আমি,
ছুঁয়ে তোমার শাখা
ঘোচাব আশ্বিনের ব্যাথা।
সূর্য্য পিঠে, ক্ষুধা পেটে নিয়ে
কত কষ্টের ফসল তুমি,
আমার গোলায় মজুদ সোনালী ধান,
হোক অর্ধ বছর পর!
তবু এসো নবান্ন হয়ে
কোলে তুলে নিব ঘরে, তুমি বধু বেশে
আমি কৃষক তোমার।
যখন ছিলে না তুমি
তোমায় ফলানোর কত স্বাধ ছিল বুকে,
ফলিয়েছি - কেন আসবে না নবান্ন হয়ে
একটু একটু করে জমিয়ে সোনার ধান
কত প্রতিক্ষার পর দিয়েছি তোমার প্রাণ,
কৃষকের বুকে মিলেছ ধানী চারা হয়ে,
এসো অর্ধ বছর পর ফলবতী সোনা মুখে।
কৃষক অপেক্ষায় তোমার।
চাঁদের রাতে কুহুকের ডাকে
তোমার নব সাজে ঘুম নাহি আসে
কাব্যে তোমার কৃষক তোমায় নিয়ে মাতে।
গল্প শোনায়--
মাটির গল্প, হাঁটু ভরা কাদার গল্প,
মিলনের আর বিরহের গল্প।
তুমি নির্বাক সোনালী বধু
কৃষকের কথা শোন।
বছর আসে বছর যায়
তোমার বধু বেশ ক্ষয় নাহি হয়,
তোমার কৃষক তোমার ভেতর তোমাকে ফলায়,
তুমি হেসে ওঠো বালিকার মত
ভরিয়ে দাও কৃ্ষকের গোলা,
বাস কর কৃষকের ঘরে
নবান্নের স্বাদে বেঁচে থাক কৃষকের হয়ে।
।
২১/০২/২০০৭ ইং
খুলনা
বি.দ্র: বানান ভুলে ক্ষমা প্রার্থী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।