আমাদের কথা খুঁজে নিন

   

** রিয়াল লাইফ প্রেম পিরিত (কালার অফ ডেটিং) স্পট থেকে !!! সব বয়সের জন্য উম্মক্ত নয় **

God's rules for traveling the road of life: STOP at least once a day, LOOK for the beauty around you, LISTEN to what your heart is saying.

আহ্লাদে বাকবাকুম প্রেমিক প্রেমিকারা প্রায়ই একজন আরেকজনের নাম ভুইলা যায় আর তারপর বিকল্প নামে ডাকাডাকি করে যেমন সুইঠার্ট, হানি, ময়না পাখি ইত্যাদি ইত্যাদি। (আমি এক মেয়েরে চিনি যে তার বয়ফ্রেন্ডরে ভল্লু বইলা ডাকে big_smile)। এদেরকে কেউ কেউ মনে করে "আজাইরা রোমান্টিক"; অন্যান্য ঘরানার প্রেমিক প্রেমিকারা এই স্টাইলরে অবাস্তব/অযৌক্তিক বলার প্রয়াস পায়া থাকে।মানুষের পিরিতি এতো বেশী ক্যান? এমনে পিরিতি চুইয়া পড়লে তো জীবনটা ফাটা বেলুন হইয়া যাইবো। আর কথা না বাড়িয়ে আসল জিনিসগুলো দেখি........ হায় রে প্রেম... আর কতো চল বে ।। ....সবাই চোখ বন্ধ করি!!! আপনার প্রেমিকার বড়ো ওরনা আছে নাকি জেনে নিবেন !! সবশেষে রুমানটিক হুজুর !!! "দিন-রাত সারাবেলা, টক-ঝাল প্রেম খেলা, তুমি আর আমি মিলে কি যে চাই বুঝি না; হাসি-গানে বাগড়া, খুনসুঁটি ঝগড়া, আজব খেলার সেই মানে আর খুঁজি না।" সংবিধিবদ্ধ স তকীকরনঃ ব্যান করার আগেই ভালভাবে দেইখা লন কোন পদ্ধতিটা ভালো লাগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।