ধূলো পড়া ব্লগ.....
জানি আজকে তোমরা সারাদিন কপোত কপোতীর মতো বাতাসে ভাসবে। নতুন ভাজ খোলা কাপড় আর দামী পারফিউমের সুগন্ধ তোমাদের মান্জার মাঝে যোগ করবে এক ভিন্ন মাত্রা। যখন তোমরা আমাদের পাশ দিয়ে হেটে যাবে, তখন তোমাদেরকে মনে হবে অন্য গ্রহের মানুষ ; এই নগরীর অসহনীয় জ্যাম, চিট চিটে গরম কিমবা শেয়ার বাজারের লাগামহীন দরপতন যাদেরকে স্পর্শ করে না। আমরা আড় চোখে, কিন্তু হা করে তোমাদের দিকে তাকিয়ে থাকবো। দু একটা সহৃদয় মাছি নিরাপদ আশ্রয়ের খোজে সেই হা করে থাকা মুখের মধ্যে হয়তো প্রবেশ করবে, হয়তো করবে না।
জানি আজকে তোমরা রিক্সাওয়ালাদের সাথে ভাড়া নিয়ে মোটেই খিটিমিটি করবে না, তোমাদের পুরুষদের মানি ব্যাগ জুড়ে সগর্বে অবস্থান করবে পর্যাপ্ত একশো, পাচশো এবং এক হাজার টাকার নোট, মেয়েদের ঝকমকে পার্স গুলোও বরাবরের মত কেবল খুচরো টাকায় পরিপূর্ণ থাকবে না।
সদ্য বসন্তে পদার্পণ করা এই নগরীকে তোমরা আজকে বিনা যুদ্ধে দখল করবে। র্র্যাব, পুলিশ, আর্মি ভাইয়েরা তোমাদের কেশাগ্রও স্পর্শ করতে পারবে না, বরং তারা এই সারা দিন তোমাদের প্রহরায় নিয়োজিত থাকবে।
আজকে তোমরা যথাসম্ভব হাসি মুখে পরস্পরের সঙ্গ উপভোগ করতে সচেষ্ট হবে। ছেলেটার সামান্য কথায় অন্যান্য দিনের মত মেয়েটা ছ্যাৎ করে তেলে বেগুণে জ্বলে উঠবে না।
আজকে তোমরা ভালোবাসার রজ্জুকে দৃঢ় করতে উদ্যত হবে, ছেলেটার সবলতায় আর মেয়েটার কোমলতায় তাদের মধ্যকার ভালোবাসা এক অন্য মাত্রা পাবে।
আমি এবং আমার মত হতভাগ্য মানুষেরা তোমাদের দিকে যে খালি লোলুপ দৃষ্টিতে তাকাবো, তা কিন্তু না। কখনো কখনো আমাদের দৃষ্টিতে থাকবে নিখাদ মুগ্ধতা।
যে ছেলেটা প্রেম করে, সঙ্গিনীর আশে পাশে তাকে দেখো, চেনো কিনা, এ যে সে ই; প্রেমিকা পাশে থাকলে ছেলেটা পথের ভিখারী বাচ্চাটার দিকে মমতার চোখে তাকায়। তার প্রেমিকার হাত মুঠোর মধ্যে ননিয়ে সে যেমন সুখী তার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ এরকম সুখী হোক।
মেয়েটা ছেলেটার কাধে মাথা রেখে পেছনে তাকায়, যেন ছেলেটার কাধ হচ্ছে দিগন্ত, যার ওপাশে নতুন দিন।
আজকে তোমরা কপোত কপোতীর মতো, সুতা ছেড়া রঙিণ ঘুড়ির মতো বাতাসে ভাসবে, যদিও সেই বাতাস ভারী হয়ে থাকবে আমার মতো শত সহস্র সিঙ্গেল মানব মানবীর দীর্ঘশ্বাসে।
তবু তোমরা তোমাদের স্বপ্ন যাত্রায় থমকে যেও না। এই বিষণ্ন নপরীর ধূলা ,ময়লা, ভীড় আর মারামারি , কাটাকাটির মধ্যে তোমাদের উপস্থিতি জানান দেয় যে, ভালোবাসা আছে, ভালোবাসা থাকবে।
যে বিনিয়োগকারী শেয়ারের দরপতনে অস্থির হয়ে পুলিশকে ইট নিক্ষেপ করে, যে পুলিশ লাঠি নিয়ে তেঢ়ে যায় তার আক্রমণকারীর দিকে, তাদের প্রত্যেকের বুকের ভেতরেই ভালোবাসা ধুকপুক করে, কিন্তু সে নিরাকার।
আজ সমস্ত শহরবাসীর পক্ষে তোমরা ভালোবাসাকে আকার দান করার সুমহান দায়িত্ব গ্রহণ করেছো, তোমাদের অভিনন্দন।
আমরা ঘর্মাক্ত মানুষেরা পথে যেতে যেতে দেখি, হুড ফেলা রিক্সায় অপূর্ব এক মানবী এক সুঠাম মানবের কাধে মাথা রেখে আছে, আর সেই মানব তার মানবীকে জড়িয়ে আছে পরম ভালোবাসায়, মমতায়।
আসুন আমরা ভুলে যাই যে পৃথিবীতে ব্রেক আপ বলে কিছু আছে, ভালোবাসার খেলায় প্রবন্চনা আছে, প্রতারণা আছে।
আমরা ভুলে যাবো এই দুই সুখী মানব মানবীর ওজনভারে ক্লিষ্ট রিক্সাওয়ালার দুঃখ, বস্তির ঘরে চাল বাছতে থাকা তার স্ত্রীর জীবনে এই ভালোবাসার দিবসের অসারতা, কারণ সে এক অন্য উপাখ্যান।
আমরা কল্পনা করি এই রিক্সা আমাদের চোখের আড়াল হওয়া মাত্র স্বর্গের রাস্তায় পড়বে, তারপর কিছুমাত্র না থেমে চলে যাবে সেই সোনালী রাস্তা বেয়ে।
অতঃপর অক্ষয় হোক সমস্ত মানব মানবীর প্রেম, সব রিলেশন সুন্দর পরিণতি লাভ করুক, ভালোবাসা অমর হোক, ভালোবাসা দিবস অমর হোক, ভালো থাকুন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।