আমাদের কথা খুঁজে নিন

   

WIFE শব্দের বিকল্প শব্দ চাই, না হয় এর অন্য অর্থ চাই।।



আজ বিশ্ব ভালোবাসা দিবসে আপনাদের কাছে আমার দাবি। (WIFE) এর বিকল্প শব্দ ব্যবহার করুন না হয় (WIFE) এর অর্থটা পরিবর্তন করুন। আমরা তো নারী অধিকার নিয়া লাফালাফি করি কিন্তু তাদের যে অর্থ তাতে তাদের শুধু অপমানই করা হয় না ববং তাদের হেয় প্রতিপন্ন করা হয়ে থাকে। তাই আজ থেকে এর বিকল্প শব্দ না হয় অর্থের পরিবর্তন চাই.. (WIFE) : স্ত্রী। W= Wonderful = চমৎকার।

I= Instrument= সামগ্রী। F= For= জন্য। E= Enjoyment = আনন্দদায়ক। অর্থ্যাৎ (WIFE) এর অর্থ হলো আনন্দ উপভোগের চমৎকার সামগ্রী। খুবই বিশ্রী একটা অর্থ।

যা কিনা নারীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে। তাই আমার দাবি আজ থেকে এর অন্য শব্দ চাই না হয় এর অন্য অর্থ চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।