আমাদের কথা খুঁজে নিন

   

লিখতে লিখতে যাচ্ছি

এখন আমি নদীর মত চলি.......

একটার পর একটা নদী লিখে যাচ্ছি, মার্কার পেন দিয়ে আন্ডারলাইন করে রাখতে হচ্ছে ঘন ঝোপঝাড় গুলোকে। সবচেয়ে শান্ত হরিণের দিকে দৃষ্টির চাকু ছাল ছাড়ােচ্ছ বারবিকিউর তৃষ্ণা। আর খুলে পরে যােচ্ছ আফ্রিকান হাতির দাঁত। শক্ত জিপের চাকা কড়কড় করে উঠে আসছে কচি পায়ের উপর। এন্টেনা দিয়ে বাঘদের ঘিরে রাখছে ডিসকোভারি চ্যানেল। প্রাণীগুলি বড়ই লাজুক যখন তাদের সার্কাসে দেয়া হয়। ওদের মাতৃকালীন স্রাব হাসি ছড়াচ্ছে রানওয়ের গেটে, সেখানে একদল বয়স্ক নর্তকী নিজেদের বুকের উপর বন্দুক ধরে আছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।