নোয়াখালীর বেগমগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, রাজবাড়ীর বালিয়াকান্দি এবং গাইবান্ধায় সংঘর্ষে ৪২ জন আহত হয়েছেন।
নোয়াখালীর বেগমগগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের আমিন বাজারে স্থানীয় কবির ও হারুন বাহিনীর মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের গুলিতে বাহিনী প্রধান কবির ও হারুন গুলিদ্ধি হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের ৭ জন।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবদ গ্রামের ছেদু মিয়ার মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে আবদুল করিমের লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়।
বৃহস্পতিবারের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রাজবাড়ীর বালিয়াকান্দির পাইককান্দি গ্রামের কাইনী ও শিকদার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল দুপুরে শিকদার পক্ষের সাইদ পাইককান্দি মসজিদের জায়গায় গাছ লাগাতে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের আহত হন ১২ জন।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গতকাল দুপুরে ভিজিএফ কার্ডের ভাগ নিয়ে ফজলুপুর ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।