আমাদের কথা খুঁজে নিন

   

চার জেলায় সংঘর্ষে ৪২ জন আহত

নোয়াখালীর বেগমগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, রাজবাড়ীর বালিয়াকান্দি এবং গাইবান্ধায় সংঘর্ষে ৪২ জন আহত হয়েছেন।
নোয়াখালীর বেগমগগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের আমিন বাজারে স্থানীয় কবির ও হারুন বাহিনীর মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের গুলিতে বাহিনী প্রধান কবির ও হারুন গুলিদ্ধি হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের ৭ জন।  
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবদ গ্রামের ছেদু মিয়ার মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে আবদুল করিমের লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়।

বৃহস্পতিবারের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।  

রাজবাড়ীর বালিয়াকান্দির পাইককান্দি গ্রামের কাইনী ও শিকদার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল দুপুরে শিকদার পক্ষের সাইদ পাইককান্দি মসজিদের জায়গায় গাছ লাগাতে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের আহত হন ১২ জন।


গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গতকাল দুপুরে ভিজিএফ কার্ডের ভাগ নিয়ে ফজলুপুর ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।