আমাদের কথা খুঁজে নিন

   

কাল যাচ্ছি



আমরা আগামীকাল ১৪ই ফেব্রুয়ারী "বিশ্ব ভালবাসা দিবসে " আমাদের ভালবাসার পাহাড়কে ভালবাসতে যাব বান্দরবনের রুমা-বগালেক- দার্জিলিংপাড়া-কেওক্রাড়ং-থাইকংপাড়া-তামলোপাড়া-দুলাচরনপাড়া-সাকাহাফং-তাজিনডং-বোডিংপাড়া-থানচি ( বোনাস হিসেবে নাফাকুম+ রেমাক্রি+ টিন্ডু হতে পারে) । আমাদের দলের তালিকা : * ডা: মাহফুজা আক্তার মৌরি * ডা: মাহফুজুর রহমান মোহন * ইঞ্জিনিয়ার কোরাইশি * ইঞ্জিনিয়ার ইখতিয়ার শরীফ * আবুবকর সিদ্দিক * ফটোগ্রাফার নিজামউদ্দিন মিজান * ফটোগ্রাফার রবিউল হাসান খান মনা আমাদের দলের নিরাপদ ও আনন্দময় যাত্রার জন্য সবাই দোয়া করবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।