ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে .........
ফুলে ফলে, ডালে ডালে পাতায় পাতায় রে..........
আড়ালে আড়ালে কোনে কোনে ..............
ঠিক তাই! বসন্তের ঝিরিঝিরি হাওয়ায় দোদুল্যমান ফুলে-ফলে, বনে-প্রান্তরে যেমনি লেগেছে বসন্ত হাওয়া, রঙ লেগেছে প্রতিটি সবুজ পাতায়, তেমনি বুঝি আজ রঙ লেগেছে আমার মনের আনাচে কানাচে, প্রতিটি কোনে কোনে। আজি বসন্ত জাগ্রত দ্বারে। তাই বুঝি মন গেয়ে চলে গান .....
ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে
আজ ফাগুনের প্রথম দিন। মনের মাঝে গুন গুনিয়ে ওঠে কতশত গান! এক অকারণ ভালো লাগায় ভরে ওঠে মন! ইচ্ছে করে এই বাসন্তী হাওয়ায় মন পবনের নাও ভাসিয়ে ভেসে যাই, হারিয়ে যাই দূর অজানায় সকল বাঁধন ছিন্ন করে। বাঁধন খুলি আজ সকল বন্ধনের।
মন ভেসে যাক যেথায়
খুশী সেথায়।
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
আমার বাঁধন ছেড়া প্রান আমার ........
Click This Link
টিভিটা অন করতেই সাদী মোহাম্মদ আর রেজোয়ানা চৌধুরীর কন্ঠ গাইছে কোন বিরহিনীর বাণী! এত সুন্দর একটা ভোর! মন ভালো করে দেওয়া কিছু সময়, কিছুক্ষন। তবুও মনটা হুহু করে ওঠে সে সঙ্গীতে। কোন সে অজানা বেদনায়? কোন দুখিনীর বাণী ঝরে আজ এই সুখের দিনে!
দুখিনী নারীর নয়নের নীর......
সুখী জনে যেনো দেখিতে না পায় .....
...........
কেনো কাছে আসো ,কেনো ভালোবাসো?
কাছে যে আসিতো, সেতো আসিতে না চায় ...
আহা আজি এ বসন্তে........
হৃদয়ের মাঝে অজানা তন্ত্রীতে চিনচিনে এক ব্যাথা। কোনো দুখিনী নারীর সমব্যাথী হয়ে নাকি সে আমার নিজেরই মনের অচেনা ব্যাথা! এত হাসি, এত আনন্দের দিনেও বুঝি মনে পড়ে যায় কোন সে না পাওয়ার অজানা বেদন!
আহা আজি এ বসন্তে
হলুদ, কমলা শাড়ী আর খোঁপায় ফুলের মালায় যেন সেজেছে পুরো শহর।
একটুকরো বসন্ত উঠে এসেছে আজ শহুরে রাস্তায় , অলিতে গলিতে, পুরো শহরটা জুড়ে। আমি খুঁজে পাইনা ফুল, বসন্ত আর রমনীর রমনীয় সৌন্দর্য্যে কোনো পার্থক্য আজ । একেকটি ফুল, একেকজন নারী যেন একেকটির চাইতে, একেক জনের চাইতেও যেন বেশী সুন্দর, মোহনীয়! বাতাসে ছড়িয়ে দেই মনের মাঝে ভেসে আসা সুর গুন গুন!
তুমি কোন কাননের ফুল, কোন গগণের তারা?
তোমায় কোথায় দেখেছি তুমি কোন স্বপনের পারা?তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা
পড়ন্ত বিকেলে হলুদ সবুজ গেরুয়া রঙ পান্জাবীতে কিশোর বালক। মনে পড়ে সে কোন জনমে হঠাৎ হাওয়ায় ভেসে আসা এক বালক বীরের স্মৃতি।
বালক বীরের মতন তুমি করলে বিশ্বজয়
সে কি গো বিস্ময়!
অবাক আমি তরুণ গলার গান শুনে।
সত্যিই সে ছিলো এক বিস্ময়! কিশোরী হৃদয়ের পরম বিস্ময়!
Click This Link
প্রতি বসন্তের আগমনে ফুলে ফুলে ঢলে ঢলে বয় মৃদুবায়। প্রতিটি মনে ও বনে আসে বসন্ত। প্রজাপতিমন হয় চন্চল! তবুও দীর্ঘশ্বাস! চলে যায় বসন্তের দিন। হৃদয় কাতর হারানোর বেদনায়। প্রতি বসন্ত উপহার দেয় আনন্দ সঙ্গীত, অনাবিল পুস্প সৌন্দয্য , হাস্যজ্বল আনন্দময় মুখ আর ভালোবাসার বন্যা ছড়িয়ে দেয় মনে .... প্রকৃতিতে আসে নতুন বসন্ত পুঃনশ্চ ও পূনর্বার।
পুরোনোকে ভুলে গাই নতুনের জয়গান। তবুও .....
তবুতো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে
আঁখি তব ছলো ছলো
এই বহু মানি।
দিয়ে গেনু বসন্তের এই গানখানি।
দিয়ে গেনু বসন্তেরো এই গান খানি
ভালোবাসি....... এই সুরে কাছে দূরে জলেস্থলে বাঁজায় বাঁশী.....
প্রথম বসন্তের ভালোলাগার রেশ পুরো হৃদয় জুড়ে। মন উতাল বসন্ত সমীরণে! এরি মাঝে মনে উঁকি দেয় ভালোবাসা দিনের সঙ্গীত।
সব সঙ্গীত হটিয়ে হৃদয়ের অলিন্দে বাজে একটিই সুর। যে সঙ্গীত ছাড়া ভালোবাসা হয়না। ভালোবাসা যায়না। যুগ যুগ ধরে হৃদয়ে ধারণ করি সেই গান।
ভালোবাসি ভালোবাসি
সেই সুরে কাছে দূরে জলেস্থলে বাঁজায় বাঁশী।
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসার মানুষটিকে বুঝি বলতে ইচ্ছে করে অমর সেই বাণী........
আমারও পরাণ যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো.........
তোমা ছাড়া মোর এ জগতে কেহ নাই ,
কিছু নাই গো ............আমারো পরানো যাহা চায়
প্রেমিকের চোখে প্রেয়সীই সর্বশ্রেষ্ঠা! অতুলনীয়া। ভ্যুলোক ছাড়িয়ে তার তুলনা বুঝি চলে শুধু ঐ অসীমের সৌন্দর্য্যের সাথেই।
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা......তুমি সন্ধ্যার মেঘমালা
আজও যারা দেখা পায়নি সেই অমূল্য রতন দুস্প্রাপ্য বস্তু ভালোবাসার দেখা। যারা আজও খুঁজে পায়নি সেই অমোঘ প্রশ্নটির উত্তর। তাদের হৃদয়ে এই বিশেষ দিনেও বুঝি প্রশ্ন জাগে।
ভালোবাসা কারে কয়? ভালোবাসা কারে কয়
আর আমার যে সকল ভাইয়া, আপুনিরা আজও বলতে পারেনি হৃদয়ের কথা তাদের প্রিয় মানুষটির কাছে, তাদেরকে বলছি। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইলো না কেহো। এই গান যারা এত দিন গেয়েছেন । সব দ্বিধা দ্বন্দ ভুলে তাদের সকলের হৃদয়ের গান হোক আজ...........
কতবারো ভেবেছিনু আপনা ভুলিয়া
সবাইকে ভালোবাসা দিবস ও প্রথম বসন্তের বাসন্তী শুভেচ্ছা।
আর
বৃষ্টিভেজা সকাল ভাইয়ার জন্য এই ভালোবাসা দিনে আমার বিশেষ উপহার.....
একটি বৃষ্টি ভেজা সকাল ও হলুদ পরীর বিয়ে
তোর মেহেদী রাঙ্গা আঙ্গুলগুলি
যেদিন প্রথম ছুয়েছিলো আমায়
ঠিক সেদিন থেকেই তুই অন্যের
তোর চোখের জলের বানে
যেদিন প্রথম ভাসিয়েছিলাম ভেলা
আমার মন পবনের ঢেউ
ঠিক সেদিন হতেই তুই পর ।
মনে পড়ে সেই বৃষ্টি ভেজা সকাল
আমার চৌকাঠে দাঁড়িয়ে তুই
ভোরের আলোয় তোকে দেখার
অনেকদিনের অপূর্ণ সাধ পূর্ণ তখন
প্রথম ও শেষ সজল সকাল
আমার ভালোবাসার পাখায় ভেসে
তুই বনে গেলি এক হলুদ পরী!
রাত্রী জাগা ক্লান্ত দুচোখ জুড়ে
দেখলাম তোকে শেষবারের মত
দেখলাম তোর পরী হয়ে যাওয়া
চেয়ে দেখা আর দীর্ঘশ্বাস ছাড়া
কিইবা করার ছিলো আর?
আমার ঝলমলে রং সবুজ পাতার পরী
নিঃস্ব করে আমায়
তুই হয়ে গেলি অনেক দূরের ।
সেদিন গোঁধুলীর স্বর্ণালী আভায়
দূর থেকে দূরে উড়ে উড়ে
হয়ে গেলি অদৃশ্য বিলীয়মান
চোখে ভেসে রইলো
তোর কমলা পাড় জরীর আঁচল
আর কপোলে তোর আঙ্গুলছোঁয়া
যা মুছাতে চেয়েছিলো চিরতরে
আমার অশ্রুজল।
সেই থেকে তুই পর
আমার বৃষ্টি ভেজা মেঘলা আকাশ পরী।
আমার তৃষিত দুচোখ আজও বর্ষমান
তোর প্রতীক্ষায়, তোর আঙুল ছোঁয়ার.....
তোর কারণে বর্ষা ঝরা দিন অবিশ্রাম
ভালো থাকিস আমার সূর্য্যমুখী পরী
পৃথিবীর সকল ভালো নিয়ে ভালো থাকিস তুই.........
Click This Link
ভালো থাকুক সবাই। আজকের এই দিনে পৃথিবীর যে যেখানে আছে ভালো কাটুক সবার ।
আনন্দে ভরে উঠুক পৃথিবীর প্রতিটি মানুষের মন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।