Raindrops falling from heaven.. Will never wash away my misery..
গতকাল থেকেই কিছু লেখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছি। অনেক বার লেখার জন্য বসেছি কিন্তু কোন না কোন কারনে বার বার লেখা থেমে যাচ্ছে। তার মাঝেও কেন যেন একটা কথা মনের মাঝে বার বার ঘুরপাক খাচ্ছে। নীল পদ্ম।
অনেক দিন, প্রায় বছর খানেক আগে এস.এস.সি পরীক্ষা দেওয়ার কিছুদিন পরে একটা বই পড়েছিলাম হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম।
যদিও আমি হুমায়ূন আহমেদ এর বই তেমন পড়ি না, তবুও একটা অদ্ভুত theory এর কথা শুনে বইটা পড়ে ছিলাম। বইটার একটা জায়গায় লেখা ছিল প্রত্যেকটি মানুষের কাছে কয়েকটি নীল পদ্ম থাকে, আর যখন কেউ কাউকে ভালবাসে তখন সে তার ভালবাসার মানুষটিকে সেই নীল পদ্ম গুলো দিয়ে দেয়। তার কাছে আর কোন নীল পদ্ম থাকে না, যদি না সেই মানুষটাও তাকে নীল পদ্ম দেয়। আবার একজনের দেয়া নীল পদ্ম কখনও অন্য কাউকে দেয়া যায় না। নীল পদ্ম দেওয়ার পর কখনও সেটা ফেরতও পাওয়া যায় না।
জানি না আমি কথাটা ঠিক মত লিখতে পেরেছি কিনা। তবে কথাটার সারমর্ম সম্ভবত এমনই ছিল। জানি না, কথাটা কেন আমার এতটা মনে পড়ছে।
তবে বার বার শুধু মনে হচ্ছে, কথাটা কতটা সত্য?
অনেকদিন পরে শুক্রবার একটা আপুর সাথে দেখা হয়েছিল, বইমেলায় গেলাম একসাথে। একসময় অনেক সময় কাটিয়েছি একসাথে।
টিফিন টাইমে আপুর ক্লাসে গিয়ে, বাসায় আসার সময় রাস্তায় দাড়িয়ে কত গল্প করেছি। আপুর স্কুল ছাড়ার পর অনেক একা হয়ে গিয়েছিলাম। স্কুলের শেষ একটা বছর আপুর অভাবটা খুব খারাপ লাগত। আপু কলেজে ওঠার পর আপুর ব্যস্ততা, বাসার দুরত্ব আমাদের দুরত্বটা বাড়িয়ে দিয়েছে। এখন দেখা হলে সেই পুরোনো স্মৃতি গুলো খুব মনে পড়ে।
অনেক দিন পর পর দেখা হওয়ার অনেক কথা জমা হয় দু'জনেরই। সেই দিনও তার ব্যতিক্রম হয় নি। অনেক প্রিয়, অপ্রিয় স্মৃতি কেন যেন সেইদিন মনে পড়ে গিয়েছিল। একটা গাছের নিচে দাড়িয়ে আপু আমাকে জিজ্ঞেস করছিল যে অনেক দিন আগে তুমি আমাকে নীল পদ্ম নিয়ে কিছু কথা বলেছিলে তোমার কি মনে আছে? তোমার কি এখনো এইটা ঠিক মনে হয়? আমার কাছে উত্তর ছিল কিনা জানি না, কিন্তু উত্তর আমি দেই নি।
আমার অনেক ধারনা এখন অনেক বদলে গেছে, কিছু জিনিস আমার জীবনে অন্যরকম ছিল।
জীবনের অবিচ্ছেদ্য অংশের মত ছিল। তা ছাড়াই দিব্যি এখন আমি বেঁচে আছি। আগের থেকে হয়ত অনেক ভালও আছি।
শুরু করেছিলাম নীল পদ্ম দিয়ে শেষটাও নীল পদ্ম দিয়েই করি, নীল পদ্ম নিয়ে যে কথাটা আমি প্রথমে লিখেছি তা কতটা সত্য আমি জানি না, কিন্তু নীল পদ্ম থাকুক বা না থাকুক ভালবাসার মত মানুষ হলে সেটা যখনই হোক না কেন মন দিয়ে ভালবাসা যায়। জীবনের প্রথম কিছুই ভোলা যায় না, প্রথম অনুভূতিটাও পাওয়া যায় না।
কিন্তু সময় অনেক কিছুই সহ্য করিয়ে নেয়, অনেক কষ্টকে ফিকেও করে দেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।