আমাদের কথা খুঁজে নিন

   

একই দিনে লোকটির ২ সোনা

মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫২.৩৪ সময় নিয়ে সোনা জেতেন অস্ট্রেলিয়ার কেট ক্যাম্পবেল। এ ইভেন্টে চতুর্থ হন মার্কিন অষ্টাদশী মিসি ফ্রাংকলিন।
তবে মার্কিন সমর্থকদের বেশিক্ষণ হতাশ থাকতে দেননি রায়ান লোকটি। এ আসরে নিজের দ্বিতীয় সোনটি তিনি গলায় ঝুলান ২০০ মিটার ব্যাকস্ট্রোক জিতে। এ ইভেন্টে ২০০৭ ও ২০১১ সালেও সোনা জিতেছিলেন তিনি।


লোকটির আরেকটি সোনা আসে ছেলেদের ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলে থেকে। লোকটি, কনর ডুয়াইয়ার, চার্লস গিপসন হাচিন আর রিকি বেরেনসকে নিয়ে গড়া মার্কিন দল পেছনে ফেলে রাশিয়া আর চীনের সাঁতারুদের।
এই সোনার সুবাদে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে একই দিনে দু'টি সোনা জেতার তিনটি উদাহরণ গড়া প্রথম সাঁতারু হলেন রায়ান লোকটি। এর আগে ২০০৭ ও ২০১১ আসরেও একই দিন দু'টি সোনার পদক জিতেছিলেন ফেলপস পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সেরা এই সাঁতারু।
মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে প্রথম হন রাশিয়ার ইউলিয়া এফিমোভা।

আগের দিন এ ইভেন্টের সেমি-ফাইনালে বিশ্ব রেকর্ড গড়া ডেনমার্কের রিকে মোলার পেডারসেনকে রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে চ্যাম্পিয়নশিপ রেকর্ড (২ মিনিট ৭.২৩ সেকেন্ড) গড়ে সোনা জেতেন হাঙ্গেরির দানিয়েল গিউরর্তা।
এদিকে মেয়েদের ওয়াটার পোলোতে অস্ট্রেলিয়াকে ৮-৬ গোলে হারিয়ে সোনা জিতেছে স্পেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।