No more will my green sea go turn a deeper blue I could not foresee this thing happening to you
আমার এক শুভানুধ্যায়ীর কথা কিছুদিন আগে লিখেছিলাম,তিনি আশেপাশে থাকলে জীবনটা একদম তেজপাতা মনে হয় ! নিজের রুমে যতক্ষণ থাকি আলহামদুলিল্লাহ ততক্ষণ বেশ ভালই থাকি,কিন্তু সারাক্ষণতো আর নিজের রুমে বন্দী থাকা যায় না ৷ মাঝে মাঝে একটু আরাম আয়েশেরও দরকার হয়;তাই একটু আয়েশ করে যখন ড্রয়িং রুমে বসে নেট ইউজ করি বা টিভি দেখতে বসি তখন আমার শুভানুধ্যায়ী যদি সেখানে উপস্থিত নাও থাকেন তারপরও কেমন করে যেন ঠিকই বুঝে ফেলেন ৷ ফলস্বরূপ উনি সেখানে উপস্থিত আর আমার আরাম হারামে পরিনত হয় ! কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানীতে আগামী কয়েকটা দিন একটু শান্তিতে কাটাতে পারব বলে আভাস পাচ্ছি ৷
আজকে সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে আছি এমন সময় আমার এই মহান শুভানুধ্যায়ী মুখ একদম কাচুমাচু করে আসলেন ৷ চেহারা দেখেই বুঝলাম কাহিনী বিশেষ সুবিধার না,জিজ্ঞেস করলাম ব্যাপার কি ? সবশুনেতো আমার লাফ দিতে ইচ্ছে হলো ! কাহিনী হলো তিনি আজ বিকেলে ফুটবল খেলতে গিয়েছিলেন আর সেখানে উনার মার্কার খেলার এক পর্যায়ে ধাক্কা দিয়ে উনাকে চিৎপটাং করে দেয়,এতে তিনি শৌল্ডারে আঘাত পান ৷ ইচ্ছে হচ্ছিল বলি আলহামদুলিল্লাহ,যে এই কাজটা করেছে তারে ব্যাপক জাঝা ! কিন্তু মুখে বললাম কি আর করা আশাকরি ফ্রাকচার টাকচার কিছু হয়নি, এখন ওখানে ভিক্স জাতীয় কিছু দিয়ে মালিশ করতে পারো আর হাত এভাবে স্ট্যাচুর মত করে না রেখে পারলে হালকা নাড়াচাড়া করো ৷ তিনি বললেন অলরেডি মালিশ করেছেন কিন্তু হাতটা নাকি নাড়াতে পারছেন না ৷ আমি বললাম আরেকটা কাজ করতে পারো,প্রিকশন হিসেবে পেইনকিলার খেয়ে রাখতে পারো বলা যায় না পরে ব্যথা বাড়তেও পারে ৷ উনার ঝটপট সহজ উত্তর উনি এত তাড়াতাড়ি পেইনকিলার খেতে ইচ্ছুক না ৷ মনে মনে বললাম যা বেটা মর গিয়ে আমার কি,ভালো কথা পেটে হজম হয়না তোমার ৷ যাইহোক কিছুক্ষণ পর তিনি উনার রুমে চলে গেলেন ৷ প্রায় ঘন্টা দুয়েক পর তিনি আবার ফিরে আসলেন কিন্তু এবার মুখের অবস্থা আরো করুন ৷ দুইঘন্টা ধরে তিনি নাকি ঘুমানোর চেষ্টা করছিলেন কিন্তু কাজ হয়নি,ডানে শুলে ব্রিদিং করতে কষ্ট হয় আর বাম দিকেতো আসল কাম হইসে ৷ আমারে জিজ্ঞেস করলো পেইকিলার আছে কিনা,ভাবলাম ফাজিল কোথাকার আগে যখন বলসিলাম তখন পছন্দ হয় নাই চান্দু ৷ যাইহোক শতহলেও একই ঘরের বাসিন্দা পাষানতো আর হতে পারিনা,বললাম আমার কাছে সেই অর্থে পেইকিলার নাই তবে টায়ল্যানল আছে চাইলে খেয়ে দেখতে পারো কাজ হয় কিনা ৷ তারপর তিনি টায়ল্যানল খেয়েই নিজের রুমের উদ্দেশ্যে ড্রয়িং রুম ত্যাগ করলেন ৷ আলহামদুলিল্লাহ,সব কিছু ঠিক থাকলে আগামী কয়েকটা দিন মনে হয় একটু শান্তিতে থাকতে পারব !
আহা,কি আনন্দ আজি আকাশে বাতাসে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।