আমাদের কথা খুঁজে নিন

   

আমি ভীত, আমি সন্ত্রস্ত ...বিশ্বকাপ ২০১১ নিয়ে

কী বলব জানিনা। আপাতত খালি থাক।

আমি ভীত আমার দেশ নিয়ে, আমার দেশের মানুষের অতীব উৎসাহ নিয়ে। কেন তোমরা এতটা স্পর্শকাতর, কেন তোমরা এতটা আবেগপ্রবন? আজ বসে বসে নিচের এই পোষ্টটা পড়ছিলাম- (Click This Link) কিন্তু কোন কমেন্ট করতে পারিনি আমার কোন অ্যাকাউন্ট নেই বলে, এখনও পারছিনা কারন আমি নতুন ইউজার বলে। জানিনা আবার হয়ত এভাবে ব্লগ লেখা হবে কিনা; আমি এতে অভ্যস্ত নই।

শুধু লেখককে বলতে চাই, বাংলাদেশ আর ভারত ক্রিকেটদলের বন্ধুত্ত না থাকতে পারে কিন্তু তাই বলেতো চির শত্রুতা নেই। আর, আমার ঢাকায় সাজ সাজ রব পরেছে ভারতীয় দল আসবে তাই বলে নয়, আমরা বিশ্বকাপ আয়োজন করতে পেরে খুশি, তাই। ঢাকাকে সাজানোটা আমাদের কর্তব্য। ভিক্ষুক তাড়ানোটা এখানে মূল লক্ষ্য না। আপনার জানা নেই বেইজিং অলিম্পিকের জন্য চীনারা কি কি করেছিল? পুরো শহর থেকে পুরানো গাড়ি ঘোড়া সব দুই মাসের জন্য বের করে দিয়েছিল।

সেখানে আমাদের গাড়ি ঘোড়া রঙ করা বা রাস্তায় লুঙ্গি না পরে চলাটা খুব বড় পাপ নয়। ভাই, বড় কিছু আয়জন করতে হলে বড় মন লাগে। আপনারা যেভাবে সমালোচনা করতে পারলেই নিজেকে হিরো মনে করেন আর সাথে সাথে ৪০০ টা কমেন্ট পেয়ে জান, আমি ভাই সেই দলের নই। আমি আশা রাখি আমার দেশ একদিন ফুটবল বিশ্বকাপ, অলিম্পিক আয়োজন করবে। কিন্তু ভয় হয়, সেই আয়জনের সময় না আবার কিছু মানুষ অতিথি আপ্যায়নের নাম নিয়ে সস্তা সমালোচনা করে বসে।

বাহবা দিব, আপনার লেখায় ধাঁচ আছে, আর্ট আছে... কিন্তু বিষয়বস্তু নির্বাচনে আপনি বড়ই দুর্বল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।