আমাদের কথা খুঁজে নিন

   

নীল আলোয় তার প্রতীক্ষায়

একটা সময় নিজেকে পরী ভাবতাম যে ডানা মেলে উড়ে বেড়াত পারে আর এখন নিজেকে পুতুল মনে হয় যা শুধু শোকেসে শোভা পায়

ঝন্‌ঝন্‌ এক বিকট শব্দে থরথর করে কেপে উঠল শরীরটা, সবকিছু এমন দেখাচ্ছে কেন? মৃদু নীল আলোটাও বড্ড বেশী চোখে লাগছে । চোখের পাতাটা টেনে খুলতেই মনে হল পুরো ঘরটাকে সাপে কেটেছে। আর তাই তো সেই বিষে সবকিছু এমন নীল। আচ্ছা আমার শরীরটাও কি সাপে কেটেছে। উহ্‌ কি হয়েছে আমার, কিছু মনে করতে পারছিনা কেন? কয়েক সেকেন্ড সময় লাগলো নিজেকে সামলে নিতে।

ততক্ষণে অবশ্য বিছানায় উঠে বসেছি। একটা গন্ধ পাচ্ছি খুব পরিচিত কিন্ত মনে করতে পারছি না কেন, এটা কিসের গন্ধ। আমার খুব পিরিচিত তীব্র একটা গন্ধ আমার ঘরময়। ও!! এটাতো সিগারেটের গন্ধ, এই মাত্র শেষ হওয়া কোন সিগারেটের ধোয়া আর গন্ধে ছেয়ে আছে আমার ঘরটা। হঠাৎ করেই শরীরটা ঠান্ডা হয়ে গেল।

শরীরের কম্পনটা যেন আরও এক ধাপ বেড়ে গেল, কি হচ্ছে এসব? মনে পড়ল আমি ছাড়া এ ঘরেতো আর কেউ নেই তা হলে এই ধোয়া এই গন্ধ এলো কোথা থেকে। আমি কি ঙ্গান হারাচ্ছি? ঘরের নীল মৃদু বাতিটা এতোক্ষনে অবশ্য কিছুটা চোখ সয়ে গেছে। আমি সাহস সঞ্চয় করলাম আমাকে জানতে হবে কি হচ্ছে এসব। হাতটা বারিয়ে দিলাম বিছানার পাশের ডেক্সে রাখা ল্যাম্পটার দিকে। ভালো করে আলো জালিয়ে দেখা দরকার কি হয়েছে।

কি আশ্চর্য!!! ল্যাম্পটা কোথায় গেল? বুকের ভিতরটা ধক্‌ধক্‌ করে উঠল। বুঝে উঠতে পারছি না কি করব। দেয়ালের সুইচটাই আমার শেষ ভরসা, চট করে উঠে দাড়ালাম । উহ্‌ .... এ কি হল মাটিতে পা রাখতেই অনুভব করলাম পায়ের নিচে কাঁচের টুকরোতে ভরা কিন্তু নিজেকে সামলে নেবার আগেই একটা কাঁচের টুকরো কচ্‌ করে পায়ে গেথে গেল। তীব্র যন্ত্রনায় ধপাস করে বিছানায় বসে পরলাম।

কি আশ্চর্য ! নিমেষেই আমার ভয়টা কোথায় যেন হারিয়ে গেল। শরীরের কম্পনটা ধীরে ধীরে কমতে লাগলো। দুচোখ বেয়ে পানি আসছে.........আসুক তাতে আমার কিছু যায় আসে না। একটু একটু করে মনে পরছে তুমিই ল্যাম্পটা ভেঙ্গেছো, তাই না? এই তো কিছুক্ষন আগে এ ঘরে আমরা দুজন গল্প করছিলাম, এই তো বিছানার এই জায়গাটায় তুমি আধশোয়া ছিলে আর আমি তোমার পাশেই ছিলাম। এই যে বিছানার চাদরটা এখনও কুচকে আছে।

তুমি তোমার বাঁ হাতে আমাকে জড়িয়ে রেখেছিলে তোমার বুকের সাথে আর ডান হাতে তোমার প্রিয়তমা তোমার সিগারেট। রাগে আমার গা জ্বলছিল। প্রতিদিনের মত আজও আমি তোমাকে ওটা খেতে দিবনা আর তুমিতো নাছড় বান্দা তোমার প্রিয়তমাকে ঠোটে না নিলে না কি তোমার ঘুম হয় না। আমি যত চেষ্টাই করছি সিগারেটা তোমার হাত থেকে ফেলতে তুমি ততোই মজা পাচ্ছো। বার বার আমার হাত থেকে বাচার জন্য তোমার ডান হাতটা ল্যাম্পের কাছে নিয়ে যাচ্ছিলে।

তোমার ঐ শয়তানি আর হুড়াহুড়িতেই তো ল্যাম্পটা পরে টুকরো টুকরো হয়ে গেল আর তার বিকট শব্দে আমার ঘুমটা ভেঙ্গে গেল......... আচ্ছা আমি কি ঘুমাচ্ছিলাম? আমি কখন ঘুমালাম? তুমি কি সত্যিই এসেছিলে!!!!!এটা কি করে সম্ভব। আমি তো জানি তুমি কোনও..... দিনই আসবে না, তুমি আসতে পারোনা। মাস... বছর..... যুগ............ এমন কি আজীবন প্রতীক্ষায় ও তুমি আসতে পারবেনা। তা হলে এসবই কি ছিল? না না তুমি সত্যিই এসেছিলে......এই তো এখনও সিগারেটের গন্ধে ঘরটা ভরে আছে। স্বপ্ন এতো মধুর হয় কেন? স্বপ্নটা এতো মধুর হয় বলেই কি তা ভেঙ্গে যায়? ভেঙ্গেই যদি যাবে তা হলে স্বপ্ন আসে কেন? এমন অনেক প্রশ্নের উত্তর আমাদের কারও জানা নেই কেন? . অনুভব করছি পায়ের যন্ত্রনাটা বারছে ।

কিন্তু কিছুতেই উঠতে ইচ্ছে করছে না। বিছানায় শুয়ে স্বপ্নটা আবার দেখতে ইচ্ছা করছে। এবার স্বপ্নে তুমি এলে তোমায় আর সিগারেট খেতে নিষেধ করব না। তুমি তো জানো না, একদিন ধোয়ার যে গন্ধটা আমার অসহ্য লাগতো আজ সেই গন্ধটাই আমাকে আচ্ছন্ন করে রেখেছে তার মায়াজালে। যেখানেই যাই ঐ গন্ধটা আমায় তাড়িয়ে বেড়ায় আর আমি তোমায় খুজে ফিরি আমার চারিপাশে...............।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।