লাল সবুজ বিকিনি পরে
ভালই নাচছিল মিস মীরা
তার ঝাকানাকা দেহ দোলানো
দোলা দিয়ে যচ্ছিল উপস্থিত সকল বুদ্ধিজীবিগনের মনে।
তাঁরা লোল ফেলছিলেন
আর চুমুক দিচ্ছিলেন হাতে ধরা ভ্যাট ৬৯ এর গ্লাসে।
ব্যাকগ্রাউন্ডে বাজছিল ফুয়াদ ফিচারিং
সবকটা জানালা খুলে দাও এর হিপহপ রিমিক্স।
২৬ই মার্চের ডিনার পার্টিতে
মুক্তিযুদ্ধের চেতনা উদযাপনের কোনো কমতিই যেন ছিলনা,
ডানপন্থি, বামপন্থি, এনজিওপন্থি আর উগ্রপন্থি
এমনকি জংগি প্রতিনিধিরা সবাই আজ হাজির।
সামরিক বাহিনীর প্রধানেরাও তাঁদের যার যার আসনে বসে উপভোগ করছিলেন।
শাহবাগ স্কয়ার থেকে ভেসে আসছিল উল্লসিত জনতার উল্লাসধ্বণি।
আফটার অল মুক্তিযুদ্ধের চেতনা উদযাপন বলে কথা!
এক কোনায় দুই সংসদ নেতা
প্রবল তর্কে লিপ্ত ছিলেন, নতুন জাতীয় সংগীত নির্বাচন নিয়ে।
৪১ বছর ধরে এক গান আর কত?
এবার রিমেক চাই রিমেক!
মিলা আর কনা দুজনেই গাইবে
এ ব্যাপারে দুইজনই একমত
গোল বেধেছিল সুচনা লাইন কোনটা হবে তা নিয়ে।
পাক সার জামিন সাদবাদ?
নাকি সারে জাহাসে আচ্ছা?
বৃহত্তর গণতন্রের ছ্যাদনা তলায় বসে
আম জনতা টিভি নিউজে দেখছিল
জাতীয় নেতারা স্মৃতিসৌধে সকাল থেকে সন্ধা
কিভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সারা দেশে কেবল একজনেরি মন ভালো ছিলনা।
তিনি হলেন মরিয়ম বিবি, শহীদ নূর হোসেনের মা।
ছেলেটার কথা আজ কেন জানি খুব বেশি মনে পড়ছিল বুড়িটার।
নূর হোসেনদের কথা কেউ কখোনোই মনে রাখেনা...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।