আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদ,সাইদি আর কিছু কথ বনাম সাধারণ মানুষ।।

আমার ছোট ভাই এখন কল দিছে...নিচে দেখতে। গিয়ে দেখি মানুষের জ্যাম... সবাই আকাশ দেখছে। মনটা কেমন জানি হয়ে গেল... আমরা বাঙ্গালিরা আসলে অনেক সরল। খুব সহজেই সব কথা মন থেকেই বিলিভ করে তাদের মনে কোন প্যাচ নাই... আর এই সরলতাকে পূঁজি করে কিছু ধুরন্দর ধান্দাবাজ পাবলিক তাদের মগজ ধোলাই করে নিজ স্বার্থ উদ্ধার করে। একজন বাঙালি হিসেবে নিজেক ভাবতে একধরনের মায়া লাগছে আবার ওই সরল মানুষগুলোর মুখ দেখে ইচ্ছে করছে জনে জনে গিয়ে বলি... ভ্রান্তে কান দিবেন না। এটি একটি হাস্যকর বিষয়। সাইদি দোষী নাকি নিস্পাপ জানিনা... তবে যদি, কেও এইসব ভ্রান্তকথা ছড়িয়ে কোন ফায়েদা লুটার চেষ্টা করেন... তবে বলব, আপনি ওনাকে পরিহাসের পাত্র বানাচ্ছেন। মানুষ আলোর গতি বের করেছে... মানুষ শব্দের গতি বের করেছে... তবে... মানুষ 'গুজুবের' গতি এখনও বের করতে পারেনাই। আমার মতে এটি... অন্য যে কোন কিছুর চেয়ে দ্রুত ছড়াই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।