আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ-ভারত Cricket mtach ও কিছু কথা( মাসরাফি কেন নাই)

সমাজের সব ভাইরাস থেকে মুক্তি চাই, জীবন এর এই ভাইরাস গুলো জীবন টা কে স্থবির করে দিতেছে

সবাই তাকিয়ে আছে আর ও একবার ভারত বধ হবে। আসলে বাস্তবতা কি তা বলে? গত বিশ্বকাপ আর এই বারের বিশ্বকাপ কি এক রকম? পেস আক্রমন এ এই বার কে আছে? আর গত বার কে ছিলো? সব কিছু মিলালে খুব ভাল ভাবে আমরা বু্ঝতে পারি আসলে আই বার ভারত কে হারানোর স্বপ্ন দেখছে তা কোন দিন পুরন হয়ার নয়। নতুন বলে মাসরাফি নাই। কে প্রথম ওভারে শেওয়াগ কে ফিরিয়ে দিবে? শেওয়াগ ঝড় যদি না থামাতে পারে তাহলে কি করে ভারত ক হারানোর স্বপ্ন দেখে? আমাদের কোচ গিয়ে মাঠে খেলবে মন এ হচ্ছে। মাসরাফি ছাড়া বাংলাদেশ আর পেস আক্রমন তো বলতে গেলে পাড়ার টিম এর মতো। এই ভাবে কেন আমাদের স্বপ্নের বিশ্বকাপ কে অনেক তা লবন ছাড়া তরকারি এর মত করে দিলো? চাইলে ই মাসরাফি কে দলে রাখা যেতো। মাসরাফি একখন সম্পুন্র ফিট ম্যাচ খেলার জন্য। কার সারথে মাসরাফি কে বাদ দিলো? এখন তো মন এ হচ্ছে এই খানে অন্য কার ও সারথো জড়িত। সবার কাছে আমার প্রশ্ন.।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।