। । ..জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে,ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে.। ।
বাজারে পন্যের যোগান বেশি হলে, কদর ও দাম দুই'ই কমতে বাধ্য।
একটা সময় ছিল অবিশ্বাসী'র জোরালো যুক্তি আমাকে আরও বেশি বিশ্বাসী করে তুলত। অবিশ্বাসীকেই বিশ্বাস করতাম বেশি। তার স্ব-বোধ আমাকে, তাকে সম্মান করতে বাধ্য করত।
জানিনা কেন, হালে বিশ্বাস-অবিশ্বাস অনেকটা ফ্যাশন নির্ভর হয়ে গেছে বলেই মনে হয়; তার অনেক রঙ, আনেক রকম ছাপ, আধুনিক কারুকাজ, দেশীয় আবেগ...ইত্যাদি নানা আনুষাঙ্গিকতা-কেমন যেনো অস্বস্তিতে ফেলে দেয়!
বিশ্বাস-অবিশ্বাসের ব্যাপারটা আপেক্ষিক। দেখিনা, জানিনা- কিন্তু জানি বলে মনে হয়, এই মনে হওয়টাই বিশ্বাস।
আর দেখা, জানা'র উপর ভিত্তি করে যা জানি বলে মনে হয় তাই অবিশ্বাস।
কিন্তু সবাই এমন করে জানে বলে মানে যে, স্পষ্ট ঘোষনাই করে দেয়, অমুক আছেন বা নাই। আজব!
আমাদের মধ্যে এমন অনেকে রয়েছেন, যারা স্বয়ং উনার সাথে স্বাক্ষাত করেছেন বলে মনে হয়, অনেকটাই এমন "আরে ভাই, উনিতো আমার বাসাই ভাড়া থাকতেন, একসাথে কতবার খেয়েছি, কথা; উঠতে-নামতে প্রতিবারই হতো..ইত্যাদি, ইত্যাদি। আপনার সাথেও পরিচয় করিয়ে দিতাম, কিন্তু হায়! গত মাসেই উনি নিরুদ্দেশ হয়েছেন!" এরুপ বিশ্বাসে বলিয়ান হয়ে উনি নিজেই সবাইকে বিশ্বাস করাতে উঠে পড়েছেন বলে মনে হয়। এভাবে নয় তো সেভাবে, সে আপনাকে বিশ্বাস করাতেই চাবে।
তা ছলা-কলা, ভয়-ভীতি অথবা যেপ্রকারেই হোক।
অবিশ্বাসীরাও আজ একিভাবে উঠে-পড়ে লেগেছেন বলে মনে হয়। তাদের অবিশ্বাসকে তারা এতই বিশ্বাস করেন যে আপনাকেও তারা তা বিশ্বাস করাতে চান।
কিন্তু আমার প্রশ্ন, কেন? কি দরকার? বিশ্বাস আর অবিশ্বাসই কি সকল সমস্যার কারন? মোটেই না (এ ব্যাপারে অন্যসময় বলব)। তবে কেন আমরা প্রতেকে অদেখা, অপার্থিব ব্যাপারকে নিয়ে এত মাথা ঘামাই?
আসলে আমরা সবাই আজ নবুয়্যাতের দাবি করি, আমরা সবাই নবী, সবাই রিসালতের দায়িত্বে নিয়োজিত, কেউ দেয় বিশ্বাসের দাওয়াত; তো কেউ...।
।
যা বলছিলাম "বাজারে পন্যের যোগান বেশি হলে, কদর ও দাম দুই'ই কমতে বাধ্য। " আজ বিশ্বাসী-অবিশ্বাসীর যোগান বেশি হওয়ায় উভয়ের কদরই কমেছে। আজ বোধ হয় সত্যিকার ধার্মিকের প্রয়োজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।