মুভিতে হরর কেটাগরি ট্রেইলার আর পোষ্টার দেখে ভেবে ছিলাম দি রিং টাইপের হবে। হরর মুভি এমনিতেই কম দেখি (ভয় লাগে)। মিরর ২ মুভিটা দেখে ৪/৫ দিন আয়নায় নিজের চেহারা দেখি নাই।
ঘরের দরজা জানালা বন্দ করে বিছানায় চাদর মুরিদিয়ে চোখ দুটু বের করে ভয়ের আগাম প্রস্তুতি নিয়ে দি রেসিডেন্ট মুভিটা দেখছিলাম।
প্রথম প্রথম ভূতেরই মনে হয়েছিল।
কিছুক্ষন দেখার পর বুঝতে পারলাম এটা ভূতের মুভি না (বাঁচাগেল)। বাড়িওয়ালা আর ভারাটিয়ার কাহীনি। কাহিনিটা এরকম।
ডাঃ জুলিয়েট ডেরমের (হিলারি সয়ানক ) একটা বাড়ি ভারা প্রয়োজন।
জুলিয়েটের হসপিটালেই জুলিয়েটকে দেখে ভাললেগে যায় বাড়িওয়ালা মেক্সের (জাফরি ডিন মরগান ) ।
জুলিয়েটকে কাছে পাবার জন্য প্রথম পদক্ষেপ হিসাবে বাড়ি ভারা দেন জুলিয়েটকে। মেক্স এতেও জুলিয়েটকে কাছে পেতে অসফল হলে। প্রতি রাতে গুপ্ত রাস্তা দিয়ে জুলিয়েটের ঘরে গিয়ে তাকে ড্রাগের ইনজেকসন দিয়ে শারিরিক সম্পর্ক করে । এক সময় জুলিয়েট সেটা টের পেয়ে যায়।
আনটি জকিন্যান পরিচালিত ড্রামা,হরর,থ্রীলার কেটেগরির এই মুভিটিতে আইএমডিবি রেটিং -/১০।
মুভিটা এই মাসের ১৭ তারিখে রিলিজ হবার কথা। আমরা নাহয় একটু আগেই দেখলাম।
আর একটা কথা মুভিটা কিন্তু অবশ্যই ১৮+ দের জন্য। ছোটরা চিন্তা কইরনা তুমাদের জন্য কার্টুনের ইন্তেজাম করতাছি।
ডাউনলোড লিঙ্ক
মেগাআপলোড
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।