এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ের জন্যে বিরোধী দলকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রীর কাছ থেকে ফলাফল গ্রহণ করে ফল বিপর্যয়ের জন্য বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচিকে দায়ী করেন প্রধানমন্ত্রী।
গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার সময়সূচিতে বিরোধী দলের একের পর এক হরতালে কারণে পরীক্ষাসূচি বারবার পেছাতে হয়। ৪১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে শেষ করতে সময় লাগে দুই মাস।
পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার জন্য বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি জানতে চাই, তারা এতে কি লাভ পেল?’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই দায় তাদের নয়, এই দায় বিএনপি-জামায়াত-শিবিরের। ’
গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ, যা এবার কমে এসেছে ৭৪ দশমিক ০৩ শতাংশ।
এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার কমেছে। গত বছর এই সংখ্যা ছিল ৬১ হাজার ১৬২, তা কমে এ বছর দাঁড়িয়েছে ৫৮ হাজার ১৯৭।
প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের সময় হরতালের এই বিষয়টি শিক্ষামন্ত্রীও তুলে ধরেন।
পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী হরতালের মতো ক্ষতিকর কর্মসূচি না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে সে আহ্বানে কান দেয়নি বিএনপি-জামায়াত। ref--বাংলানিউজটোয়েন্টিফোর.কম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।