আমাদের কথা খুঁজে নিন

   

এর দায় কার? কে নিবে এর দায়?

আমি বাকরুদ্ধ হয়ে যাই!!! যখন দেখি একটা মানুষ মাথায় টুপি পরে মিথ্যা কথা বললে বাকি সবাই সত্য বলে মেনে নেয়, আর অন্য দিকে টুপিহীন একটা মানুষ তত্ত্ব-প্রমান সহ কোন সত্য বললে এই কথাটা সত্য বলে ধরে নিতে ইতস্তত করে বা মেনে নেই না। টুপি ওয়ালাদের প্রতি মানুষের অগাধ বিশ্বাস জন্মে গেছে যে তারা যেটা বলে সেটায় সঠিক। কি বলব আমি!! একজন মানুষ যে স্বাধীনতা সংগ্রামের সময় পুর্নবয়স্ক ছিল তাকেতো মুক্তিযুদ্ধ বিষয়ে আমার শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই, তাকে এই কথা বলাতে যে জামায়াত-শিবির এখনও এই দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারা এখনও চাই দেশটা পাকিস্তানের মত হয়ে যাক, সে আমাকে বলে তারাতো ঠিকই বলছে!!! দেশটা পাকিস্তান থাকলেই তো ভাল ছিল!! আর কথা বলে পাঞ্জাবিরা এই দেশ ছেড়ে চলে যাওয়ার সময়(!!! তাদেরকে তাড়ানু হয়েছে যদিও ওনি বলেননি) বলেছিল"পাকিস্তানের সাথে না থাকার জন্য তদের দুঃখ পেতে হবে"। আমাকে বলে," পাঞ্জাবিরা ঠিকই বলেছিল। এখন আমরা অনেক কষ্ট করছি!!!" তখন আমি বুঝে গেলাম একজন যে স্বাধীনতার সময় বেঁচে থেকে ঘটনা প্রত্যক্ষ করেও সঠিক ইতিহাস জানেনা, তারউপর অক্ষর-জ্ঞানহীন তারসাথে অযতা রাগারাগি করে কথা বলে কোন লাভ নেই।

শুধু এটুকুই বলেছিলাম এখন যেমন আছেন পাকিস্তান থাকলে এরকমো থাকতে পারতেননা, আর যে ২ টাকায় আড়াই কেজি চাল খাওয়াকে লাভ বলছেন বর্তমানের ৮০ টাকার চেয়ে তবে পাকিষ্তান থাকলে ৮০ টাকায় চালই পেতেন না, না খেয়ে মরতে হত। ওনাকে আরও একটি কথা জিজ্ঞাসা করেছিলাম কে আপনাকে বলেছে যে দেশ পাকিস্তান থাকলে ভাল হত ওনি বলেছিলেন "লোকমুখে শুনি!!" এখন একজন অশিক্ষিত, অক্ষরজ্ঞানহীন মুর্খ মহিলাকে নিয়ে কথা না বাড়ালাম। দেশের বর্তমান যে পরিস্তীতি তার জন্য দায়ী কে??? মানুষ কেন এক শ্রেনীর টুপিওয়ালা মানুষের কথায় অথবা টুপিওয়ালাদের পক্ষের কথায় উঁস্কে যাবে??? আমি কোন শিক্ষিত-অশিক্ষিত বা মূর্খ হুজুরের দূষ দিবনা। স্বাধীনতার পর এই পর্যন্ত যত রাজনৈতিক দল বাংলাদেশকে শাসন করেছে, এদেশের আর্থ-সামাজিক বিষয়গুলোর তাবেদারি/দায়বার নিয়েছে আমি তাদের দূষ দিব। হ্যা, আমি ষ্পষ্ট করে বলব এটা আয়ামিলীগ-বিএনপি রাজনৈতিক দলের ভুল(দূষ)।

তারা যখনই ক্ষমতায় এসেছে ইতিহাসের ঘাড়া চেপে নিজেদের মত ইতিহাসটাকে সাঁজিয়েছে। তাদের অনূকুলে ইতিহাসকে মানুষের কাছে প্রবাহীত করেছে। মানুষকে সঠিক ইতিহাস জানতে দেয় নি। মানুষকে সঠিক ইতিহাস জানাইনি। ক্ষমতায় থেকে মানুষকে শুষন করার জন্য তারা এখনও পর্যন্ত একটা ভঙ্গুর প্রকৃতির শিক্ষা ব্যবস্তা চাল করে রেখেছে।

মানুষ সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে না। এই শিক্ষায় তাদের অধীকার সম্পর্কে সচেতন হচ্ছেনা। ভুল শিক্ষা গ্রহন করে আসছে সব প্রতিষ্টান থেকে। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে রাজাকার জামায়াতে ইসলাম। তারা ইসলামের কথা বলে পথভ্রষ্ট করছে সাধারণ মানুষকে।

আজ টুপি মাথায় একটি মিথ্যা বললে মানুষ কেন বিষ্বাস করে নেই?? আর একজন টুপি ছাড়া টুপিওয়ালার মিথ্যা কথার সমালোচনা করলে, সত্য বললে কেন মানুষ বিশ্বাস করেনা!! এখন যদি দেশে জঙ্গিবাদ, বোমাবাজ ছড়িয়ে পরে তবে কোন সরকারই যারা স্বাধীনতার পর এই পর্যন্ত ক্ষমতার গদিতে বসেছে তারা দায় এরাতে পারবেনা। তাদেরকেও মাশূল গুনতে হবে। জবাব দিতে হবে এই অরাজকতার, জবাব দিতে হবে নাষকতার..….… ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।