আমাদের কথা খুঁজে নিন

   

জয় তোমাদেরই নিশ্চিত /



পরিক্ষার পর একটা খারাপ রেজাল্ট অনেকের জীবনেই একটা বড় ইমপ্যাক্ট ফেলে / কারন একটাই আমরা সার্টিফিকেট বিলাসী / আসল জ্ঞানদ্ধার হলো কিনা সে ব্যাপারে শিক্ষার্থী এবং তার বাবা মা পুরাই নির্বাক / আর এদেশে ঘটনা এমন যেন পরীক্ষা শিক্ষার্থী না পরীক্ষা তার বাবা মা দিচ্ছে / অনেকদিন হয়ে গেছে ছাত্র ছিলাম / আর কয়দিন পর ছাত্রের বাপ হবো / বই খাতার ওজনের চেয়ে ছাত্রের মাথায় গার্ডিয়ান নামক ওজন হইতে চাইনা / এমন কোন বাপ মা দেখলাম না ছেলেমেয়েকে বলে কিরে এতো পরিস কেন / পড়তে পড়তে দেখি বইয়ের পাতা ছিঁড়া ফেলতেছস / তারা উল্টা বলতে থাকে পড় পড় পড় / আরে পড়তে পড়তে টেবিল থিকা উল্টায় না পড়া পর্যন্ত তাদের শান্তি হবেনা / আমার কথা হইলো কোথাও কি লিখা আছে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ফরয / এখন মনে হয় যদি আবার ছাত্র হইতে পারতাম তাইলে বাপমারে প্রশ্ন করতাম তোমারা নিজেরা কি ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারছো / ? / নিজেরা পারোনাই তাই আমার ওপর সব চাপায় দিতাছো না / ? / শুনছিলাম যেসব বাপমা টিচার ছোটবেলায় বেশী মাইর খাইছে তারাই তাদের সন্তান আর ছাত্রের ওপর সেই মাইর আর প্রেসার অ্যাপ্লাই করে অজ্ঞতাবশত / পড়াশোনা হল একটা নেশার মতন এখানে কম্পিটিশনের কিছু নাই / যে নিজ থেকে নেশাগ্রস্থ হবে তাকে কেউই ভালো রেজাল্ট থেকে আটকায়ে রাখতে পারবেনা / সার্টিফিকেটের পিছনে না ছুটে সত্যিকার জ্ঞান অর্জনের পিছনে ছুটা উচিৎ / রেজাল্ট এমনিতেই ভালো হবে তখন / রেজাল্টের পিছনে দৌড়ান লাগবেনা / রেজাল্টই বাসায় এসে নিজে ধরা দেবে / প্রায়শই একটা জিনিস লক্ষ্য করা যায় যে আশানুরূপ রেজাল্ট হলে অনেকেই দুর্ঘটনার পথ বেছে নেয় / এটার একমাত্র কারন কম্পিটিশন আর গার্ডিয়ানদের অতিমাত্রায় এক্সপেকটেশন / ফলস্বরূপ দ্বিধা ভয় সংকোচে ছেলে রেজাল্ট হাতে আর বাসায় ফিরেনা / জীবনের রেজাল্ট তখন শূন্য হয়ে সবাইকে কাদিয়ে যায় / যারা আজকে আশানুরূপ রেজাল্ট করতে পারেনি তাদেরকে বলছি / পুরা জীবনই একটা পরীক্ষা / এটা শেষ হবার নয় / সব খেলাতেই কি ব্রাজিল আর্জেন্টিনা জিততে পারে / ? / এটাই রেজাল্টের নিয়ম / কেউ হারবে কেউ জিতবে / কেউ ভালো ফল করবে কেউ খারাপ করবে / এতে বিন্দুমাত্র হতাশার কিছু নাই / সুন্দর করে বাসায় ফিরবে / বাপমা বকবক করবেই / আল্লাহ কানে দুইটা ফুটা দিছে একটা দিয়ে ঢুকায়ে আরেকটা দিয়ে বের করে দিবে / একদম টানা ঘুম / দেন এক কাপ চা খেয়ে ঠান্ডা মাথায় ডিসিশন নেবে / তোমার নেক্সট স্টেপ কি / ? / এটায় খারাপ হয়েছে তো কি পরেরটায় তুমি দেখিয়ে ছাড়বে সবাইকে অবাক করে দিয়ে / দৌড় প্রতিযোগিতায় একবার হোঁচট খেয়ে উঠে দাড়াতে পারলে যে কনফিডেন্ট আর মনোবল জন্ম নেয় সেটা দৌড়ে যে বরাবর প্রথমে থাকে সে কনফিডেন্ট তারও থাকেনা / সেই কনফিডেন্ট টা অর্জন করো / জয় তোমাদেরই নিশ্চিত /

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।