আমাদের কথা খুঁজে নিন

   

বই মেলা

আমার ব্যক্তিগত ব্লগ

প্রথমেই বলে নেই, এবার এখনোও যাইনি। স্কুলে থাকতে বড় বোন, আম্মা এদের সাথে যেতাম। তখন খুজতাম সত্যজিত রায়ের বই। ওনার প্রায় সব বই আমি কিনে ফেলেছিলাম। আম্মা অবশ্য ছোটদের জন্য লিখা নানা মনীষির জীবনি কিনে দিতেন।

কলেজে থাকতে খুজতাম অরুন চৌধুরীর বই। ইউনিভার্সিটিতে থাকতে সব ধরনের বই নেড়ে দেখতাম যেটা ভাল লাগে, ধর্মীয় বই থেকে শুরু করে রান্নার বই। তবে সব সময়ই যার বই কমন ছিল সেটা হলো হুমায়ুন আহমেদ। আমি জানি ওনার লেখার মান অনেক কমে গেছে, তারপরও পড়তে ভালই লাগে। তবে আমি বই কিনতাম সব সময় ২৩শে ফেব্রুয়ারীর পরে।

কে যানে কোন বই ঐ দিন পেয়ে যাব, পরে যদি ডবল হয়ে যায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।