আমাদের কথা খুঁজে নিন

   

এক নজরে বিংশ শতাব্দীতে সংঘটিত গণহত্যার সংখ্যাচিত্র


বিংশ শতাব্দীর মানব সভ্যতার যুগে এসে যখন মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধের কথা শুনি তখন স্বভাবত কারণেই বিবেকবান আমাদের সবার হৃদয়কে ব্যথিত করে। ইতিহাসের পাতায় চোখ বুলালে দেখতে পাব বিংশ শতাব্দীর শুরু থেকেই এক শ্রেনীর স্বৈরাচারী শাসক ও তাদের দোসররা অপেক্ষাকৃত দুর্বল গোষ্ঠী বা জাতিকে পদানত করার অভিপ্রায়ে তাদের উপর অবর্ণনীয় অত্যাচার , নিপীড়ন চালিয়েছে। এই সকল বর্বর নির্দয় কাপুরুষদের হাত থেকে নারী,শিশু ও বৃদ্ধ -বৃদ্ধা কেহই রক্ষা পায় নাই। ধর্ম , বর্ণ, জাতিগত ভেদাভেদ ও রাজনৈতিক কারণে সংখ্যালঘুদের পৃথিবীর বুক থেকে সমূলে উৎপাটন করার জন্য গণহত্যা পর্যন্ত চালিয়েছে এই সকল কসাই ও ঘাতকের দল। তবে পরিতাপের বিষয় এই যে, এ সকল ঘাতকদের মধ্যে গুটি কয়েকজনকে আদালতের কাঠগড়ায় দাড় করানো গেলেও অদৃশ্য কারণে বেশিরভাগ খুনি ধরা ছোয়ার বাহিরে রয়ে গেছে।

যাইহোক বিংশ শতাব্দীর এই লগ্নে এসে পৃথিবীর যে দেশগুলোতে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত হয়েছিল তাদেরই একটি তালিকা আজ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বলে রাখা ভালো উল্লেখিত তালিকাতে বেসামরিক লোক ও বন্দী অবস্থায় অত্যাচার ও নির্যাতন মাধ্যমে যাদেরকে হত্যাকরা হয়েছিল কেবল তাদেরই সংখ্যা দেয়া হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে এই সংখ্যা বৃদ্ধি হলেও বিচিত্র কিছু নয় । ১.এডলফ হিটলার। দেশঃ জার্মানি।

সময়কালঃ ১৯৩৯ - ১৯৪৫ সাল । নিহতের সংখ্যাঃ ১ কোটি ২০ লক্ষ ( বন্দী শিবির এবং বেসামরিক ব্যক্তি ) ২. মাও সে তুং। দেশঃ চীন । সময়কালঃ ১৯৫৮ -৬১ এবং ১৯৬৬ - ৬৯ চীন, ১৯৪৯- ৫০ তিব্বত । নিহতের সংখ্যাঃ ৭ কোটি ৮০ লক্ষ ।

৩ . জোসেফ স্টালিন । দেশঃ ইউ এস এস আর। সময়কালঃ ১৯৩২ - ১৯৩৯। মৃত্যুর সংখ্যাঃ ২ কোটি ৩০ লক্ষ (অবাঞ্ছিত ব্যক্তিবর্গ হতে বিমুক্ত করার নামে ইউক্রেনদের জোর জবরদস্তি অকাল এবং দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দেয়া হয়) ৪. ইয়াহিয়া খান । দেশঃ পাকিস্তান ।

সময়কালঃ ১৯৭১ সাল । নিহতের সংখ্যাঃ ৩ লক্ষ বাঙালি । ৫. কিম II সুন । দেশঃ উত্তর করিয়া । সময়কালঃ ১৯৪৮ -৯৪ সাল ।

নিহতের সংখ্যাঃ ১৬ লক্ষ ( বন্দী শিবির ও অবাঞ্ছিত ব্যক্তিবর্গ হতে বিমুক্ত করার নামে ) ৬ . পল পট । দেশঃ কম্বোডিয়া । সময়কালঃ ১৯৭৫ -৭৯ সাল। নিহতের সংখ্যাঃ ১৭ লক্ষ । ৭. ইসমাইল এনভার ।

দেশঃ তুরস্ক। সময়কালঃ ১৯১৫ - ২০ । নিহতের সংখ্যাঃ ১২ লক্ষ আর্মেনীয় ,৫ লক্ষ আসিরীয় এবং ৮ লক্ষ ৩০ হাজার গ্রিক( ১৯১৬-২২ ) । ৮. হিদেকি তোজোঃ দেশঃ জাপান । সময়কালঃ ১৯৪১ - ৪৪ সাল ।

নিহতের সংখ্যাঃ ৫০ লক্ষ। ৯. ফুমিমারও কোনোয়। দেশঃ জাপান । সময়কালঃ ১৯৩৭ - ৩৯ সাল। মৃত্যুর সংখ্যাঃ ১৫ লক্ষ ( চাইনিজ বেসামরিক লোক ) ।

১০. লিওনার্দ ব্রেজনেভ । দেশঃ রাশিয়া । সময়কালঃ ১৯৭৯ - ১৯৮২ । নিহতের সংখ্যাঃ ৯ লক্ষ ( আফগান বেসামরিক লোক ) ১১. মেনগীসতু। দেশঃ ইথিওপিয়া ।

সময়কালঃ ১৯৭৫ -৭৮সাল । মৃত্যুর সংখ্যাঃ ১৫ লক্ষ। ১২.সুহার্তো । দেশঃ ইন্দোনেশিয়া । সময়কালঃ ১৯৬৬ - ৯৮ সাল ।

নিহতের সংখ্যাঃ ৮ লক্ষ ( পূর্ব তিমুর , পশ্চিম পাপুয়ার সাম্যবাদী) ১৩.মার্শাল টিটো। দেশঃ যুগোশ্লাভিয়া। সময়কালঃ ১৯৪৫ - ১৯৮৭ সাল। নিহতের সংখ্যাঃ ৫ লক্ষ ৭০ হাজার । ১৪.জীন ক্যামবান্ডা ।

দেশঃ রুয়ান্ডা । সময়কালঃ ১৯৯৪ সাল । নিহতের সংখ্যাঃ ৮ লক্ষ। ১৫.জোনাস সাভিম্বি। দেশঃ এ্যাঙোলা ।

সময়কালঃ ১৯৭৫ - ২০০২ সাল । নিহতের সংখ্যাঃ ৪ লক্ষ। ১৬.চার্লস টেইলর। দেশঃ লাইবেরিয়া । সময়কালঃ ১৯৮৯ - ১৯৯৬ সাল ।

নিহতের সংখ্যাঃ ২ লক্ষ ২০ হাজার । ১৭.স্লোবদান মিলোসেভিক । দেশঃ যুগোশ্লাভিয়া। সময়কালঃ ১৯৯২ -৯৬ সাল । নিহতের সংখ্যাঃ ১ লক্ষ ৮০ হাজার ।

১৮.মিচেল মিকম্বেরো । দেশঃ বুরুন্ডি । সময়কালঃ ১৯৭২ সাল । নিহতের সংখ্যাঃ ১ লক্ষ ৫০ হাজার । ১৯.ফোদে সানকো ।

দেশঃ সিয়েরা লিওন । সময়কালঃ ১৯৯১ -২০০০ সাল । নিহতের সংখ্যাঃ ২ লক্ষ । ২০.হাসান তুরাবী । দেশঃ সুদান ।

সময়কালঃ ১৯৮৯ - ১৯৯৯ সাল । নিহতের সংখ্যাঃ ১ লক্ষ । ২১.সাদ্দাম হোসেন। দেশঃ ইরাক। সময়কালঃ ১৯৮০ - ১৯৯০ সাল ইরান এবং ১৯৮৭ -৮৮ কুর্দিস্তান ।

নিহতের সংখ্যাঃ ৬ লক্ষ । ২২.বেনিতো মুসোলিনি। দেশঃ ইতালি । সময়কালঃ ১৯৩৬ সাল । নিহতের সংখ্যাঃ ৩ লক্ষ ( ইথিয়পিযান এবং যুগোশ্লাভিয়ান ) ২৩.ইদি আমিন।

দেশঃ উগান্ডা । সময়কালঃ ১৯৬৯ -১৯৭৯ সাল। নিহতের সংখ্যাঃ ৩ লক্ষ। ২৪.. রিচার্ড নিক্সন । দেশঃ যুক্তরাষ্ট্র ।

সময়কালঃ ১৯৬৯ - ১৯৭৪ সাল। নিহতের সংখ্যাঃ ৭০ হাজার ( ভিয়েতনামী বেসামরিক লোক ) ২৫.চিয়াং কাই-শেক। দেশঃ তাইওয়ান । সময়কালঃ ১৯৪৭ সাল । নিহতের সংখ্যাঃ ৩০ হাজার ।

২৬.পাপা ডক দুভ্যালিয়র। দেশঃ হাইতি । সময়কালঃ ১৯৫৭ - ১৯৭১ সাল । নিহতের সংখ্যাঃ ৬০ হাজার । ২৭.ফিদেল কাস্ট্রো ।

দেশঃ কিউবা । সময়কালঃ ১৯৫৯ -১৯৯৯ সাল । নিহতের সংখ্যাঃ ৩০ হাজার । ২৮.আয়াতুল্লা আলী খোমেনি । দেশঃ ইরান ।

সময়কালঃ ১৯৭৯ -১৯৮৯ সাল । নিহতের সংখ্যাঃ ২০ হাজার । ২৯. ফ্রান্সিস্কো ফ্রানকো । দেশঃ স্পেন । সময়কালঃ ১৯৩৯ -১৯৭৫ সাল ।

নিহতের সংখ্যাঃ ৩০ হাজার । ৩০. ইয়াকুবু গোউনঃ দেশঃ বিয়াফ্রা , নাইজেরিয়া । সময়কালঃ ১৯৬৭ -১৯৭০ সাল । নিহতের সংখ্যাঃ ১০ লক্ষ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।