আমাদের কথা খুঁজে নিন

   

মেসির জয়, ব্রাজিলের হার

আমার ভুবনে আপনাকে স্বাগতম

বার্সেলোনার মেসি বনাম রিয়াল মাদ্রিদের রোনালদো—এই দ্বৈরথে লিওনেল মেসিই এগিয়ে। আর্জেন্টিনার মেসি আর পর্তুগালের রোনালদোর লড়াইয়েও জিতলেন আর্জেন্টাইন তারকা। মেসির আর্জেন্টিনার কাছে রোনালদোর পর্তুগাল পরশু জেনেভার প্রীতি ম্যাচে হেরে গেছে ২-১ গোলে। মেসি আর আর্জেন্টিনার দিনে পরাজয়ের হতাশা ছুঁয়ে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে। করিম বেনজেমার গোলে মানো মেনেজেসের নতুন ব্রাজিল ১-০ ব্যবধানে হেরেছে লরাঁ ব্লাঁর নতুন ফ্রান্সের কাছে।

জেনেভায় পর্তুগাল-আর্জেন্টিনা ম্যাচের শুরুটা ছিল আর্জেন্টিনারই। ম্যাচের প্রথম আক্রমণ করে প্রথম গোলটিও পায় তারা। অ্যাঙ্গেল ডি মারিয়া আর্জেন্টিনাকে এগিয়ে দেন ১৪ মিনিটে। তবে মেসি-রোনালদোর দ্বৈরথের শুরুটা ছিল রোনালদোর। মিনিট সাতেক পরেই ডি মারিয়ার গোলটি ফিরিয়ে দিয়ে পর্তুগালকে সমতায় ফেরান এই উইঙ্গার।

কিন্তু লড়াইয়ের শেষটা ছিল মেসির। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেন বার্সেলোনা তারকা। প্রতিযোগিতামূলক অথবা প্রীতি ম্যাচ, ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল জিততে পারছে না সেই ১৯৯২ সাল থেকে। মানোজেসের নতুন ব্রাজিলও পারল না। দুই দলের সমানে সমান লড়াইয়ে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর কাছে একদা ব্রাত্য বেনজেমার গোলে ব্রাজিল পিছিয়ে পড়ে ৫৫ মিনিটে।

এর আগেই অবশ্য ব্রাজিল ১০ জনের দল হয়ে যায় মিডফিল্ডার হার্নানেজ বেনজেমাকে কনুই মেরে লাল কার্ড দেখায়। ব্রাজিলের বিপক্ষে ফ্রান্স যে টানা ৬ ম্যাচ অপরাজিত থাকল, তাতে ওই লাল কার্ডকেই বড় করে দেখেন দায়িত্ব নিয়েই গত নভেম্বরে আর্জেন্টিনার কাছে প্রথম ম্যাচ হারা ব্রাজিল কোচ মেনেজেস, ‘ওই লাল কার্ডটাই সবকিছু বদলে দিয়েছে। ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়। ’ এদিকে সম্ভাবনা জাগিয়েও ইতালির বিপক্ষে ১৫ বছর ধরে জিততে না পারার ‘কুফা’ ভাঙতে পারেনি জার্মানি। মিরোস্লাভ ক্লোসার গোলে ১৬ মিনিটে এগিয়ে গিয়েছিল জার্মানি, ৮১ মিনিটে গোল করে ইতালিকে ১-১ গোলের ড্র এনে দেন বদলি খেলোয়াড় জিওসেপ্পে রসি।

ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ড কিন্তু ডেনিশ-দুর্ভাগ্য কাটিয়েছে। ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ডের ২-১ গোলের জয় ২০০২ সালের পর প্রথম। আর কোপেনহেগেনে ইংল্যান্ড জয় পেল ১৯৭৮ সালের পর। জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন ও রানার্সআপ হল্যান্ড। তবে পরশুর প্রীতি ম্যাচের মেলায় সবচেয়ে বিস্ময়ের ছিল ইরানের কাছে রাশিয়ার ১-০ গোলে হার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।