আমাদের কথা খুঁজে নিন

   

ভারত-পাকিস্তানের ফাইনাল চান আফ্রিদি

আমার ভুবনে আপনাকে স্বাগতম

বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানকে এবারের বিশ্বকাপের ফাইনালে দেখতে চান শহীদ আফ্রিদি। তিনি বলেছেন, ‘ভারত-পাকিস্তানের ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে। যদি তা হয়, তবে সেটি হবে অগণিত ভক্ত-দর্শকের প্রার্থিত ম্যাচ। ’ ‘এ’ গ্রুপে থাকা পাকিস্তান এবং ‘বি’ গ্রুপে থাকা ভারত ফাইনালে যাওয়ার চেষ্টা করবে। গ্রুপের শীর্ষ চারটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

আফ্রিদি আরও বলেন, ভারত-পাকিস্তান কেউ চাইবে না ২ এপ্রিলের ফাইনালের আগে মুখোমুখি হতে। এর আগে বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। কিন্তু এতে সব ম্যাচে জয় পায় ভারত। তাই চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া আফ্রিদি ভারতকে হারানোর আশা ব্যক্ত করে বলেন, ‘ভারতকে দেশের মাটিতে হারাতে পারলে এটি হবে আমাদের জন্য বড় একটি অর্জন, যা আমরা বিশ্বকাপে করতে পারিনি। ’ আফ্রিদি বলেন, ‘আমরা উভয় দেশের মানুষই ক্রিকেটকে ভালোবাসি।

তাই আমাদের এই ম্যাচটি হবে দুই দেশের সম্পর্ক উন্নয়নেরও একটি উপলক্ষ। এই খেলার রয়েছে সেই শক্তি, যা দুই দেশের মেলবন্ধন গড়ে তুলতে পারবে। ’ কাল শুক্রবারে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশে পৌঁছার কথা। এখানে তারা ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর কেনিয়ার বিপক্ষে ২৩ ফেব্রুয়ারির ম্যাচ খেলতে যাবে শ্রীলঙ্কায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।