হাতছানি দেয় দূরে কেউ আমারে
জানি না আপনাদের কোন কাজে একথাগুলো লাগতে পারে কি না!!
কথাগুলো আমার মনে হয় চরম সত্যি !!!!
আমার দৃষ্টিকোণ থেকে! যদিও বেশির ভাগ কথাগুলো আমার তৈরী ...
এজন্য ভালো নাও লাগতে পারে! মাফ করবেন!!
আর যদি কোন কাজে লাগে তাহলে নিজেকে ধন্য মনে করবো!
*** প্রেমিকাকে কোনভাবেই বউ বানানো ঠিক না !!
*** বুকে চাপা কষ্ট রেখে মুখে হাসা উচিত না !!
*** রেগে তারাতারি সিদ্ধান্ত নেওয়া উচিত না! বোকামোর কাজ !!
*** দূরে থাকা কার র জন্য চোখের পানি ফেলা ঠিক না ! ! (প্রেমিকা/বউ)
*** প্রেমিকার কাছে দিনের সিডিউল সম্পর্কে বলা, ঠিক না!
*** প্রেমিকাকে/বউকে আপনার দূর্বল জিনিস সম্পর্কে বলা ঠিক না!
*** সব চেয়ে বড় কথা হল, বর্তমানে আপনার কাছ থেকে যে যা শুনতে চাচ্ছে, ঠিক তাই শুনান! কথাটা পরিস্কার হল না!!
অথ্যাৎ আপনার কোন বন্ধু আপনার কাছ থেকে সব সময় প্রেম কিংবা সেক্স ভাল ঠিক সম্পর্কে জানতে চায়! আমার মতে তাকে সব সময় আপনি তাকে সেটাই শুনান। যদি আপনি এসবের খারাপ ঠিকটা বলেন,দেখবেন তার কাছে আপনার ওজন কমে গেছে!!!
*** ছোটদের কোন সময় ভাল বেসে মাথায় উঠাতে নেই!!!
*** রাতে একা কাঁদা ঠিক না!!
*** ডাইরী লেখা ঠিক না !! (প্রেম/ভালোবাসার ক্ষেত্রে)
***
সব চেয়ে বড় হল
রাতে প্রেমিকার সঙ্গে মোবাইলে সেক্স এর গল্প করা!!! * *
*
যদি খারাপ লাগে দুঃখিত.................................................!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।