আমি বিদ্রোহী
বেসরকারি টিভি চ্যানেলে নানা চাপ , পত্রিকাকে উঙ্গিতে হুমকি দিয়ে মন ভরেনি । একটামাত্র ছ্যানেল বিটিভিতে মন্ত্রী দেখানো শেষ হয়না । বউ ও শালীরা রাগ কওে এবার তাদেও জন্যও ছ্যানেল খুলবে সরকার । এখানে মন্ত্রী পরিবারের আর্থিক, সামাজিক, রাজনৈতিক , বউদেও রুপচর্চা উন্নয়ন খোনো হবে ।
'উন্নয়ন চ্যানেল' চালু করবে বিটিভি: তথ্যমন্ত্রী
ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিভিশনের 'উন্নয়ন চ্যানেল' নামে আরো একটি চ্যানেল চালু করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান আবুল কালাম আজাদ।
লক্ষীপুর-২ আসনের সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশে সরকারি পর্যায়ে নতুন দু'টি চ্যানেল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে, জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি স¤প্রচারের জন্য 'সংসদ বাংলাদেশ' চ্যানেলের পরীক্ষামূলক স¤প্রচার শুরু হয়েছে। বিটিভি 'উন্নয়ন চ্যানেল' নামে আরো একটি চ্যানেলের চালুর প্রস্তুতি কাজ চলছে। "
'উন্নয়ন চ্যানেল' অচিরেই পরীক্ষামূলক স¤প্রচারে আসবে বলে আশাপ্রকাশ করেন আবুল কালাম আজাদ।
ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমদের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, "ভারতে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি টিভি চ্যানেলগুলো চালাবার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। "
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মোসাম্মৎ শাম্মী আক্তারের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের বিশেষ দিবসের তালিকায় সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ও মৃত্যুবার্ষিকী এবং ৭ নভেম্বর অন্তর্ভুক্ত নেই।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আহমেদ নাজনীন সুলতানার প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং জনমত গঠনের জন্য উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
নোয়াখালী-৬ আসনের সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের আরেক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, "বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। চ্যানেলগুলো সৃজনশীল বিজ্ঞাপন প্রচার না করে বিরক্তিকর ও অসৃজনশীল বিজ্ঞাপন প্রচার না করলে তাদের বিরুদ্ধে প্রণীতব্য নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
"
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।