একগুচ্ছ গোলাপ নিয়ে অপেক্ষায় ছিল, অস্থিরতায় নিমগ্ধ হৃদয়মন। দিনা, আসবে। আজ দিনাকে চির আপন করে নিবো। দিনার কপালে হয়তো লাল টুকটুকে একটা টিপ থাকবে, বাঙ্গালী ললনা বেশেঁ শাঁড়ি পড়ে আসবে। ওর সৌন্দর্যে অপলক তাকিয়ে থাকবে কেউ কেউ।
এটা আমার খুবই ঈর্ষান্বিত একটা বিষয়। সবায় যখন ওর দিকে হা করে তাকিয়ে তাকে তখন আমার প্রচন্ড রাগ হয় দিনার উপর। এতোটা না সাজঁলে কী চলে না!
ভালবাসার মাসেই দিনা হবে আমার, একান্তই আমার। দীর্ঘ ভালবাসা আজ পূর্ণতা পাবে, প্রনয়ের সূত্রে আবদ্ধ হবো আমরা, হবো দু'জন দু'জনার। হারিয়ে যাবো ভালবাসার নতুন পৃথিবীতে।
সেখানে দিনা হবে আমার হৃদয়ের রাণী।
দিনা কখন যে আসবে, অপেক্ষার পালা যে বড়ই কঠিন। দিনা আসতে দেরী হচ্ছে কেন? দিনা বিলম্ব মনের গহীনে জাগছে শংকা, হাজারো প্রশ্ন।
দিনা অপেক্ষায় কখন সে সন্ধ্যা হয়ে এসেছিল বুঝতেই পারলাম না। দিনা আর আসেনি, দিনার জন্য আনা গোলাপগুচ্ছ ততক্ষণে শুকিয়ে গেছে।
নুয়ে গেছে গেলাপের পাপড়িগুলোও। দিনার প্রিয় ফুল, তাই তো একগাধা গোলাপ নিয়েছিলাম হাতে। বড় শখ ছিল তর খোপাঁয় গোলাপগুচ্ছ থেকে একটা গোলাপ গেধেঁ দেবার। সেই শখ অপূর্ণ-ই রয়ে গেলে।
দিনা, তুমি হয়তো ভুলে গেছো।
আজ ১০ ফেব্রুয়ারী। যেদিন থেকে তুমি হয়ে গিয়েছিলে আমার পর, বহুদূরে একজন। আমিও তোমার মতই ভুলতে চাই। বলো, পারলাম কই। সময়ে স্রোতে মাসের পর মাস, আসে নতুন বছর।
ঘুড়েফিরে আসে ১০ ফেব্রুয়ারী, শুধু তুমি ছাড়া।
দিনা, আজো তোমাকে না দেয়া গোলাপগুচ্ছ সযতনে রেখেদিয়েছি, গোলাপের পাতাগুলো ঝড়ে শুকিয়ে খসখসে হয়ে গেছে। জানি এ গুলোর কোন মূল্য নেই তোমার কাছে। তোমার কাছে মূল্যহীন ভালোবাসা আজ আমার বড়ই মূল্যবান। ভালোবাসার বিনিময়ে হৃদয় ভেঙ্গে তাতে জ্বালাময় ভিসুভিয়াস সৃষ্টিতে তুমি কী সুখ পেলে, বড্ড জানতে ইচ্ছে করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।