একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই
মাস কয়েক আগে ফেসবুকের সবাই "আমাকে আমার মত থাকতে দাও" নামক এক গান নিয়ে তিড়িংবিড়িং শুরু করলো। একই গানের স্ট্যাটাস, ইউটুব পোস্ট দেখতে দেখতে বিতৃষ্ণায় গানটা আর শুনাই হলো না। কয়েকদিন আগে কোলকাতার "অটোগ্রাফ" মুভিটা দেখে তো টাশকি খেলাম। আধুনিক কলকাতার মুভি যেরকম হয় আর কি, কোনো "হ্যাপি এন্ডিং" নাই। ডিরেক্টর সাহেব পুরা কাহিনীটাকে ঝুলিয়ে দিয়ে ছবি শেষ করে দিলেন, ভাবটা যেনো "যেমন খুশি তেমন ভাবো"। কিন্তু মুভির বিভিন্ন সিনের সাথে হঠাত হঠাত যে গানগুলা জুড়ে দিছে, এত মানাইছে.. মধু মধু!! বলতে গেলে, গানগুলা শুনার জন্য মুভিটা আরেকবার দেখা লাগবে।
মোট গান ৬টা। এরমাঝে ৩টা আমার ভালো লাগে। এই ৩টার লিরিক্স দিয়ে ডাউনলোড লিংক দিয়ে দিলাম।
আমাকে আমার মত থাকতে দাও
গানের কথা : অনুপম রায় | গায়ক : অনুপম রায়
আমাকে আমার মতো থাকতে দাও
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি
যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন
তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয়
কিছু সন্ধ্যের গুড়ো হওয়া কাঁচের মতো
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দূরবীনে চোখ রাখবোনা
না না না না ...
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পার খোঁজার
কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায়
আশে পাশে আমি আর নেই
আমার জন্য আলো জ্বেলোনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না না
না না ...........
তোমার রক্তে আছে স্বপ্ন যত
তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো
কখনো সময় পেলে একটু ভেবো
আঙ্গুলের ফাঁকে আমি কই ?
হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে
যত শুকনো পেয়াজ-কলি ফ্রীজের শীতে
আমি ওবেলার ডালভাত ফুরিয়ে গেছি
গেলাসের জলে ভাসবো না না
না না না .....
ডাউনলোড
বেচে থাকার গান
গানের কথা : অনুপম রায় | গায়ক : রূপম ইসলাম / সপ্তর্ষি মুখার্জী
যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবোনা
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা
জেনো আমি ছাড়তে দেবোনা
আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি প্রতি রাতে হয়রানি , হারানো শব্দের খোঁজ
আর এভাবেই নরম বালিশে, তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদরে, পরিচিত হাতের আদরে
বেঁচে থাক রাতে পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান
যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেবোনা
যদি বেচে দিতে বলে শিকড়ে বাধা মাটি
জেনো আমি বেচতে দেবোনা
ডাউনলোড
চল রাস্তায় সাজি ট্রাম লাইন
গানের কথা : শ্রীজাত বন্দ্যোপাধ্যায় | গায়ক / গায়িকা : শ্রেয়া ঘোষাল / প্রিয়ম মুখার্জী
চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে couplet
আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে -এ মাপলে
হিয়া টুপটাপ জিয়া নস্টাল (nostalgia), মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি
প্রিয় বন্ধুর পাড়া নিঝ্ঝুম চেনা চাঁদ চলে যায় রিকশায়
মুখে যা খুশি বলুক রাত্তির শুধূ চোখ থেকে চোখে দিক সায়
পায়ে ঘুম যায় একা ফুটপাথ, ওড়ে মোড়া প্লাস্টিক
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস
চল রাস্তায় সাজি ট্রাম লাইন..
পোষা বালিশের নিচে পথ-ঘাট, যারা সস্তায় ঘুম কিনতো
তারা কবে ছেড়ে গেছে বন্দর , আমি পাল্টে নিয়েছি রিংটোন
তবু বারবার তোকে ডাক দিই একি উপহার নাকি শাস্তি
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস
ডাউনলোড
পূর্বের গানব্লগ
গানব্লগ : পাখিরে তুই দূরে থাকলে - সুবীর নন্দী
গানব্লগ : যাও পাখি বলো তারে - কৃষ্ণকলি
গান ব্লগ : কাভি কাভি মেরে দিল মে খ্যায়াল আতা হ্যায় - মুকেশ/লতা মুংগেশকর
গান ব্লগ : কেন চলে গেলে দূরে - শ্রাবন্তী আলি এবং অর্নব
গান ব্লগ : তোমার চোখের আঙিনায় - স্টিলার (ব্যান্ড)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।