আমাদের কথা খুঁজে নিন

   

যদি 'কবি' নির্মলেন্দু গুণ 'ব্লগার' নির্মলেন্দু গুণ হতেন!!!

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...
আমি বলছি না চুপচাপ ব্লগ পড়ে গেলেই চলবে, আমি চাই কেউ একজন আমার পোস্টে মন্তব্য দিক শুধু পোস্টের হিট বাড়াবার জন্য বার বার রিফ্রেশ করতে করতে মাউস প্যাডটা নষ্ট আমি বলছি না কেবল মন্তব্য দিলেই হবে, আমি চাই কেউ একটা প্লাস দিক। আমি সিঙ্গেল নিকে কাউকে মন্তব্য করার জন্য বলছি না। আমি জানি এই ইন্টারনেটের যুগ ব্লগারদের মুক্তি দিয়েছে মাত্র একটি নিকে ব্লগানোর দায় থেকে আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক, আমার কাউকে ’ট্যাগিং’ করা লাগবে কিনা ক্যাচাল পোস্টকে উস্কে দিতে আরো একটা রিভার্স গেম লাগবে কিনা ছোটখাট খোঁচাখুঁচি, লাল বাটনে টিপ আমি নিজেও করে নিতে পারি আমি বলছি না আমাকেই লগইন করতে হবে, আমি চাই কেউ একজন কমন নিকের পাসওয়ার্ড দিয়ে ব্লগে লগইন করুক, কেউ আমাকে তাদের ’মালটি নিক’ -টাও দিক আস্তিক-নাস্তিক সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক, ”তোমার ব্লগ এত হিট কেন?” --------------------------------------------------- উৎসর্গঃ প্রিয় প্লাস এবং মাইনাস বাটনকে। ---------------------------------------------------
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।