আমার দেশ আমার গর্ব আমার অহংকার.......
চেয়ারম্যান পদপ্রার্থী এক ব্যক্তি নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছেন : "ভাইসব....... আমি যদি নির্বাচনে জিততে পারি, আমি এলাকার উন্নয়ন করব । নতুন রাস্তা করব, কাঁচা রাস্তা পাকা করব । আমার যা কিছু আছে তার সবই আপনাদের কল্যাণে ব্যয় করব । আমাকে ভোট দিন । "
সবাই তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানায় ।
মাতৃহীন কন্যা ও কাজের বুয়া নিয়েই নতুন চেয়ারম্যানের সংসার । চেয়ারম্যান বাড়িতে এসে বুয়াকে বলেন, আমি নির্বাচনের আগে গ্রামবাসীকে আমার যা কিছু আছে সবই দেব বলেছি । তুমি কিন্তু কিছুই দিবে না । এই বলে চেয়ারম্যান গঞ্জে চলে যান ।
গ্রামের পলাশ এসে বলে, চেয়ারম্যান সাব বাড়িতে আছে নিকি, ও চেয়ারম্যান সাব? কাজের বুয়া বলে, চেয়ারম্যান বাড়িতে নাই, কী লাগবে কও।
পলাশ জানায়, তার ছোট মেয়ের অসুখ, হাসপাতালে নিতে হবে ।
কাজের বুয়া বলে, তাতে চেয়ারম্যানের কি? পলাশ বলে, মানে চেয়ারম্যান সাবের সাইকেলটা যদি দেতেন । কাজের বুয়া বলে, অত সব ভঙ্গি করে লাভ নাই । চেয়ারম্যান সাব সাইকেল কেন কোন কিছুই দিতে মানা করেছেন । পলাশ রাগত স্বরে কী? এত বড় কথা, নির্বাচন আসুক, দেখবানে' বলে চলে যায় ।
রাতে চেয়ারম্যান বাড়িতে এসে বুয়াকে জিজ্ঞাসা করেন-কেউ এসেছিলো । বুয়া বলে, পলাশ আইস্যা সাইকেল চাইল । আমি বলছি, সাইকেল দেওয়া যাবে না । আপনার মানা আছে । চেয়ারম্যান বলে, করছস কী!!!!! বলবি, সাইকেল চলে না ।
ব্রেক নষ্ট, স্পোক ভাঙ্গা, পাম নাই ইত্যাদি ইত্যাদি ।
পরের দিন চেয়ারম্যান সকালেই গঞ্জে চলে গেলেন । গ্রামের ফানি নামের একজন আসে চেয়ারম্যানের গরুটা ধার নেওয়ার জন্য । ওর হালের গরুটা মারা গেছে । কাজের বুয়া বলে, গরু চলে না, গরুর স্পোক ভাঙ্গা, গরুর ব্রেক ফেল ইত্যাদি ।
ফানি বলে, এসব কী, চেয়ারম্যান কীভাবে আগামীতে জিতে দেখবানে ।
চেয়ারম্যান রাতে বাড়িতে এলে বুয়া বিস্তারিত সব বলে । চেয়ারম্যান হায় হায় করে বলেন, করছস কী? আমারে তো ডুবাবি । তিনি যথারীতি বুয়াকে বোঝান, তোর এখানে বলা উচিত ছিলো -- গরুর পিঠে ফোঁড়া, পা খোঁড়া, চলতে পারে না ।
পরদিন হবু বেয়াই (ঈগল-এর বাবা) ঘটক নিয়ে চেয়ারম্যানের মেয়েকে দেখার জন্য এল ।
উল্লেখ্য, আগেই বিয়ের কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল । কাজের বুয়া জানায়, চেয়ারম্যান বাড়িতে নাই গঞ্জে গেছে । কী লাগবে আমারে কন-
এ কথা শুনে ঘটক আমতা আমতা করে বলে, চেয়ারম্যানের কন্যা.........। অমনি কথা কেড়ে নিয়ে বুয়া বলে, চেয়ারম্যানের মেয়ের পিঠে ফোঁড়া, পা খোঁড়া চলতে পারে না ।
এ কথা শুনে হবু বেয়াই বিয়ে ভেঙ্গে দেন ।
যাওয়ার আগে গ্রামবাসীকে সব খুলে বলেন । রাতে চেয়ারম্যান জিজ্ঞ্যেস করলে বুয়া সব স্বীকার করে । চেয়ারম্যান বুয়াকে মারতে মারতে বিদায় করে দেন । তারপর রাতের অন্ধকারেই বাপ ও মেয়ে দেশান্তরী হন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।