বাংলাদেশে ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন আরও দশটি গৃহস্থালী পণ্য উৎপাদনে যাচ্ছে। নতুন এ পণ্যগুলোর মধ্যে রয়েছে- ব্লেন্ডার, জুসার, প্রেসার কুকার, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক কেটলি, স্টিম আয়রন, ড্রাই আয়রন, হেয়ার ড্রায়ার ইত্যাদি।
ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছেন, বিদেশ থেকে আমদানি করে গৃহস্থালী পণ্যের চাহিদা মেটান হয়। ফলে ক্রেতাদের যেমন গুনতে হয় বাড়তি পয়সা, তেমনি বিপুল অঙ্কের অর্থ বিদেশে চলে যায়। এসব দিক বিবেচনায় নিয়ে ওয়ালটন বৈদ্যুতিক গৃহস্থালী পণ্য উৎপাদনে যাচ্ছে।
দেশের গার্মেন্টস শিল্পে প্রতিবছর বিপুল পরিমান স্টিম ও ড্রাই আয়রন প্রয়োজন হয়। যা সম্পূর্ণ আমদানি নির্ভর। এখন ইন্ডাস্ট্রিয়াল ও ডমেস্টিক আয়রন দেশেই উৎপাদন করতে যাচ্ছে ওয়ালটন।
ওয়ালটনের বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, “গৃহস্থালী পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশে। যা পুরোটাই আমদানি নির্ভর।
পণ্যের গুণগত মান নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে। এবার ওয়ালটনের নিজস্ব কারখানায় উৎপাদন হবে উচ্চমান সম্পন্ন এসব পণ্য। এ জন্য গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশন কারখানা স্থাপন করছে। ”
ওয়ালটনের উন্নয়ন ও গবেষণা বিভাগের প্রকৌশলী আবদুল মালেক শিকদার বলেন, “গৃহস্থালী পণ্য উৎপাদনে আমরা পরিশ্রম করে যাচ্ছি। অবশেষে আমরা সফলও হয়েছি।
এখন উৎপাদনে যাওয়ার মতো যথেষ্ট সক্ষমতা আমাদের হয়েছে। মোটরসাইকেল, টেলিভিশন এবং এয়ারকন্ডিশন উৎপাদন ও বিপণনে ওয়ালটন সফলতা পেয়েছে। আশা করছি গৃহস্থালী পণ্য উৎপাদন ও চাহিদা পূরণে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হবে ওয়ালটন। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।