vagabond only
রাত যত হোক, ভেবে দেখো?
১.
রাত যত হোক, প্রহরে প্রহরে যতটা শব্দ লিখে রাখ তুমি- ভাবো, কতটা রাতের মৃত্যুতে জন্ম নেয় এক একটি কবিতার কঙ্কাল? পুরানো কপাটের কাঠ বেয়ে নেমে আসে শীত আর কুয়াশার ঘোর।- আরও একটি শব্দ জন্ম নেয়। জন্ম নেয় আরও একটি নৈঃশব্দও- যা তোমাকে বিভ্রান্ত করে রাখে। শব্দ এবং নৈঃশব্দের এই বিভ্রান্তিতেই হয়তো তুমি ভুল করে নিজেকে কবি বলে ভাবো,নৈঃশব্দের মত তুমিও স্তব্ধ হয়ে যাও . . . . .
২.
এ বড় ক্লান্ত রাত, এ বড় ভ্রান্ত রাত
বুনো বাতাসের তোড়ে বৃষ্টিরাও পথ ভুলে যায়
এ বড় নষ্ট রাত, এ বড় ভ্রষ্ট রাত
শব্দে শব্দ বুনে কবিতাই হয়ে ওঠে বিপ্রতীপ সময়
৩.
স্পর্শে ছিলে তুমি, ফলে বৃষ্টি হয়; স্পর্শে ছিলে তুমি- ভেবে দেখ, বৃষ্টিরা কি কবিতা নয়? হয়তো বৃষ্টিগু্লো কবিতা হয়ে বিভ্রান্ত করে রাখে তোমাকে? আমাকে? ট্রাপ করে ডেকে নিয়ে যায় উঠোনে অথবা ছাদে; হয়তো ভিজিয়ে দিয়ে বলে-
'রাত যত হোক, প্রহরে প্রহরে-
যতটা শব্দ লিখে রাখো তুমি,
কখন দেখেছো ভেবে-
কতটা রাতের মৃত্যুতে জন্ম নেয় এক একটি কবিতার কঙ্কাল?'
আমি স্তব্ধ হয়ে যাই.........
৪.
তবুও এ রাতে তোমাদের হাতে
আমিও দিয়েছি তুলে
অনেক শব্দ আর নৈঃশব্দ
কবিতা লিখার ছলে
অথচ শীতের সকল মিথের
উপমৃত্যু হয়
পুরান কপাট জানালার কাঠ
এ সবই কবিতাময়
৫.
তবুও বিপন্ন হও তুমি- বোধে, অস্তিত্ব। আঁধারে গুছিয়ে নেয়া এক একটি কবিতা যেন তোমাকে বিভ্রান্ত করার আকাঙ্খায় জন্ম নেয় প্রহরে, প্রহরে; ডেকে নিয়ে বলে,-
'রাত যত হোক, ভেবে দেখো-
কতটা রাতের মৃত্যুতে জন্ম নেয় এক একটি কবিতার কঙ্কাল?'
সবকিছু স্তব্ধ হয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।