কালের সাক্ষী
কথা দুই প্রকার ( আমার জানা মতে) যথা :
১.রাজনৈতিক কথা
২.আসল কথা / মানে সত্য কথা।
রানৈতিক কথাকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন br /> -ভোটের আগে এক রকম
-ভোটের পরে আরেক রকম
-মনের কথা
-উহ্য কথা
-ইত্যাদি..........ইত্যাদি..........ইত্যাদি..........ইত্যাদি..........ইত্যাদি..........
আসল কথা কেও কয়েক ভাবে ভাগ করা যায়। যেমন-
-করব
-দেখব
-এখনই করছি
-মাথায় রাখলাম
-পরে কথা হবে
-ইত্যাদি..........ইত্যাদি..........ইত্যাদি..........ইত্যাদি..........ইত্যাদি..........
নিম্নে একটি রাজনৈতিক কথার উদাহরন দেয়া হল : -
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘রাজনৈতিক’ বললেন মুস্তফা কামাল
শেয়ারবাজারের নাজুক পরিস্থিতির জন্য বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ দলীয় সাংসদ ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে মুস্তফা কামাল এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কোন পারসপেক্টিভে এ কথা বলেছেন, আমি তা বলতে পারব না। এটি প্রধানমন্ত্রীর একটি পলিটিক্যাল স্টেটমেন্ট।
ডেফিনেটলি শি ডিড নট মিন ইট। ’
তিনি বলেন, ‘তবে প্রধানমন্ত্রী যদি এমনটা মিন করে (বোঝাতে চেয়ে) থাকেন, তবে কেন মিন করেছেন (বোঝাতে চেয়েছেন), তা আমি বলতে পারব না। নিশ্চয়ই কোনো তথ্যের ভিত্তিতে তিনি (প্রধানমন্ত্রী) এমনটা বলেছেন।
তবে সে তথ্য কী, তা আমার জানা নেই। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক হবে না। ’
আমরা কি তাহলে রাজনীতির শিকার??????????????????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।