আমাদের কথা খুঁজে নিন

   

যা ভাবছি না.... কিন্তু ভাবা উচিত.....

জীবন যেখানে থমকে দাঁড়ায় কবিতারা সেখানে উপছে পড়ে বাঁধ ভাঙা জোয়ারে.... শাহাবাগের প্রজন্ম চত্তরে যখন আমরা অহিংস আন্দোলনে দেশ বাসীর সাথে একাট্টা, তখন ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে এক শ্রেণীর কিছু মানুষ ধুয়ো তুলতে শুরু করেছে। এই বিষয়ে কথা বলতে যাওয়া এখন নিছকই বোকামী। তবু যারা যানেন না তাদের জন্য আমার এই বিষয়টির অবতারণা। বা যারা এখনো বিশ্বাস করেন, আমরা প্রজন্ম চত্বরে সব নাস্তিক। নিম্নলিখিত কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি: ১।

আপনি কি ব্লগ সম্পর্কে জানেন? উ: ব্লগ হচ্ছে, বর্তমানে সবচেয়ে মুক্ত চিন্তার একটা প্লাটফর্ম। যেখানে আপনি আপনার মতামত দিবেন, অন্যরা তা সাথে সাথে আপনার মতের সাথে একমত বা দ্বিমত পোষন করতে পারে। সমস্যা: রাজিব ভাই তার ব্লগগুলো, যা ধর্ম নিয়ে বাজে ভাবে লেখা সেটি ঠিক কবে লেখা, তা কিন্তু তুলে ধরেন নি আমার দেশ বা সংশ্লিষ্টরা। ২। আপনি কি হ্যাকিং সম্পর্কে জানেন? উ: হ্যাকিং হচ্ছে অন্যের ব্লগ, ওয়েব সাইট, বা অন লাইনের যে কোন বিষয়ে এক্সেস নেয়া।

অর্থাৎ আপনার পাসওয়ার্ড ভেঙে আপনার একাউন্টে প্রবেশ করা। তখন সেখানে আপনি আপনার ইচ্ছেমত যা খুশি তাই করতে পারেন। সমস্যা: রাজিব ভাইয়ের একাউন্ট হ্যাক করা হয়নি তো? ৩। ওয়েব সাইট এডিট করা বুঝেন? উ: উপরের ছবি দুইটি লক্ষ্য করুন, যেটাটে ফন্ট মিছিং আছে, সেটা ঐ সময়ের পোষ্ট, যা ছবিতে আছে। আর যেটা বাংলা দেখা যাচ্ছে, সেটা আমি আজকে এডিট করেছি।

সময় কি পরিবর্তণ হয়েছে? আমার মনে হয় সেটা হয় নি। সমস্যা: রাজিব ভায়ের কোন লেখা এডিট করে সেখানে সংঘাত সৃষ্টিতে লেখা গুলো কেউ লেখেনি তো? অথবা ১৫/০২/২০১৩ পরে লেখাগুলো লেখা হয়নি তো? ৪। এই ছবিটা দেখতে পাচ্ছেন? উ: ছবিতে আমার আজকের একটা লেখা যেখানে সময় পেছানোর একটা কৌশল দেখাতে চেষ্টা করেছি মাত্র। সমস্যা: রাজিব ভাইয়ের ব্লগে কেউ এই অকর্মগুলোই করেনি তো? ৫। আপনার নাম কি? উ: আবুল হোসেন।

সমস্যা: আপনিই কি পদ্মা সেতুর কেসে ফেসে গেছেন? না! তাহলে আমাদের আগের যোগাযোগ মন্ত্রীর নাম কি? অথবা, থাবা বাবা অন্য কেউ নয় তো? আমি যত আলোচনায় করি না কেন, আপনার যদি বুদ্ধি বিচার বিবেচনা না থাকে, তাহলে আপনি আপনার সেন্টিমেন্টের থেকে এক পাও পিছিয়ে আসতে পারবেন না। আমি এতক্ষন আপনার মূল্যবান সময় নিয়েছি কারন, আপনি নিজেই জানতেন না আপনি আসলে কোনটা বিশ্বাস করবেন। আর কেনই বা নিরীহ মানুষের রক্তে হাত রাঙাবেন। ৬। আপনি কি আমার লেখা পড়তে পেরেছেন? উত্তর: যদি না পারেন তাহলে কথা নেই, পারলে একটা সমস্যা আছে।

সমস্যা: রাজিব ভাইয়ের লেখা কেন এতদিন কেউ পড়েনি বা প্রতিবাদ করেনি। যদি খুব খারাপ কোন লেখা থাকতো তাহলে তা তো ব্লগের নিয়ম অনুসারেকারো না কারো দেখার কথা। সেটা কেন এতদিন দেশবাসী জানেনি। ৭। শেষ প্রশ্ন: দেশ প্রেম কি ঈমানের অঙ্গ? উ: লেখক জানে না।

সমস্যা: যদি না হয় তাহলে আমরা নাস্তিক, যদি হয় তাহলে আমরা কি আপনিই বলুন আমার লেখা পড়ে আপনার কি মনে হচ্ছে? কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন? যদি পান তাহলে নিজের অবস্থান পরিস্কার করে মন্তব্য কলামে লিখে জানান... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।